Book Name:Ilm e Deen Kay Fazail
কুতুবের উপরে কুতুবুল আক্বতাব * কুতুবুল আক্বতাবের উপরে গাউছ * গাউছের উপরে গাউছুল আযম * এরপর একই ভাবে বেলায়তের বিভিন্ন মর্যাদাসমূহ আছে * ঐ সকল বেলায়তের মর্যাদাসমূহের সবচেয়ে উঁচু মর্যাদা সাহাবীর * সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর মধ্যে উঁচু মর্যাদা আনসারী সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان’র * আনসারদের উপর মুহাজিরদের মর্যাদা * মুহাজিরদের মধ্যে সর্বোচ্চ মর্যাদা সিদ্দীক এর * সিদ্দীক এর উপরে নবী * নবীর উপরে রাসূল * রাসূলের উপরে উলুল আ'যম নবীগণ * উলুল আ'যম নবীদের মধ্যে উপরে হযরত ইব্রাহীম খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর মর্যাদা। * হযরত ইব্রাহীম খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর উপরে সর্বশেষ নবী, উভয় জগতের রহমত, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মর্যাদা।
اللهُ اَکْبَر! হে আশিকানে রাসুল! ভাবুন! এটা শুধু একটি সংক্ষিপ্তসার বর্ণনা। প্রকৃত অর্থে আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কী মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তা কেউ উপলব্ধি করতে সক্ষম নয়। শুধু সংক্ষিপ্ত ভাবে এসব মর্যাদাসমূহ দেখুন যে, আমাদের আকা ও মাওলা, প্রিয় নবী, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم একজন সর্বনিম্ন মর্যাদার উম্মতের উপর কতো বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী। এখন হাদীস শরীফ শুনুন, তিনি ইরশাদ করেন, একজন আলিমে দ্বীন একজন ইবাদতকারীর উপর এমন শ্রেষ্ঠত্বের অধিকারী যেমন আমার শ্রেষ্ঠত্ব একজন সর্বনিম্ন মর্যাদার উম্মতের উপর।
এটা হলো ওলামায়ে কিরামের শান! আল্লাহ পাক আমাদেরকে বা-আমল আলিমে দ্বীন হওয়ার সামর্থ্য দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم