Book Name:Ilm e Deen Kay Fazail
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
ইলমে দ্বীনের শিক্ষার্থীর প্রতি দয়া হয়ে গেলো (ঈমান উদ্দীপক ঘটনা)
হযরত ইয়াহইয়া বিন ইয়াহইয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুফতীয়ে মদীনা হযরত মালেক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ছাত্র ছিলেন। তিনি বলেন, প্রথম দিন যখন হযরত ইমাম হযরত মালেক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে পড়ার জন্য উপস্থিত হই, তিনি আমার নাম জিজ্ঞেস করেন। এরপর বললেন, আল্লাহ! আল্লাহ! হে ইয়াহইয়া ইলমে দ্বীন শেখার জন্য প্রচুর চেষ্টা করো! তোমার উৎসাহ সৃষ্টির জন্য আমি তোমাকে একটি ঘটনা শুনাচ্ছি-একবার সিরিয়া থেকে তোমারই বয়সের এক যুবক ইলমে দ্বীন শিখতে মদীনাতুল মুনাওয়ারায় আসে, সে আমাদের সাথে পড়তো, ছাত্রাবস্থায় সে মারা যায় আমি সেই যুবকের জানাযার মতো অন্য কারো জানাযা দেখিনি। মদীনাতুল মুনাওয়ারার কোনো আলিম কোন ছাত্র অবশিষ্ট ছিলো না যে, তার জানাযায় আসেনি। সে সময়কার