Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

প্রতি ঈমান আনায়নকারীগণ অবস্থান করছেন এই দুটি স্তরের পরের মর্যাদাটি ওলামায়ে কিরাম এবং ইলমে দ্বীন অর্জনকারীদের জন্য দ্বীনি শিক্ষার্থী আল্লাহ পাকের অনুগ্রহের ব্যাপারে আরো বললো, আমি যখন ওলামায়ে কিরামদের স্তরে পৌঁছাই, সেখানে অবস্থান করা ওলামায়ে কিরাম খুব ভালো করে আমাকে স্বাগত জানান এরপর আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ প্রদান করে বলেন, হে ওলামার দল! এটা আমার জান্নাত, এটা আমি তোমাদের দান করেছি এটা আমার সন্তুষ্টি, নিশ্চয়ই আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি আমি তোমাদের দান করবো, তোমরা যার ইচ্ছা পোষণ করবে এবং তোমরা যার সুপারিশ করবে, আমি তোমাদের সুপারিশ কবুল করবো

    আল্লামা ইবনে বাত্তাল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই ঈমান উদ্দীপক ঘটনা লেখার পর বলেন, এই সমস্ত ফযীলত সমূহ তাদের জন্য যারা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শিখবে এবং নিজের ইলম অনুযায়ী আমলও করবে (শরহে সহীহ বুখারী লিইবনি বাত্তাল কিতাবুল ইলম, /১৩৪ - ১৩৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

জ্ঞানের (ইলমের) প্রদীপের সাথে হোক

আমার ভালোবাসা, ইয়া রব!

    হে আশিকানে রাসূল! আপনারা শুনলেন যে, ঐ সৌভাগ্যবান দ্বীনী শিক্ষার্থীর ইলমে দ্বীনের জন্য ঘর বাড়ি ছাড়ার, অনন্য একনিষ্ঠতা, চেষ্টা ও একাগ্রতার সাথে ইলমে দ্বীন অর্জনে ব্যস্ত থাকার কারণে কতোইনা বরকত নসিব হলো। আল্লাহ পাক আমাদেরকে নেক ব্যক্তিদের প্রতি ঈর্ষা করার তৌফিক দান করুক। একটু কল্পনা করুন, এই যুবক কেমন সৌভাগ্যবান ছিল, সে ইলমে দ্বীন শেখার জন্য ঘরবাড়ি ছেড়েছে, বাবা মা এবং প্রিয় আত্নীয় স্বজনদের বিচ্ছেদ সহ্য করেছে। সিরিয়া থেকে মদীনা