Book Name:Ilm e Deen Kay Fazail
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা বয়ানের শেষের দিকে চলে এসেছি। আসুন, সুন্নাতের ফযীলত এবং কিছু জীবনযাপনের আদব বয়ান করার সৌভাগ্য অর্জন করি। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন, مَنْ اَحَبَّ سُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ, যে আমার সুন্নাত কে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। (মিশকাত, কিতাবুল ঈমান, ১/ ৫৫, হাদীস ১৭৫)
সীনা তেরী সুন্নাত কা মদীনা বনে আক্বা
জান্নাত মেঁ পড়োসী মুঝে তুম আপনা বনানা।
ইলম শিক্ষার্থীদের জন্য মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! ইলম শিক্ষার্থীদের ব্যাপারে কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র দু'টি বাণী শুনুন। তিনি ইরশাদ করেন:
(১) যে ব্যক্তি ইলমের অনুসন্ধানে কোনো পথে চলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (মুসলিম, ১১১০ পৃষ্ঠা, হাদীস নং. ৬৮৫৩)
(২) যে ব্যক্তি ইলমের অনুসন্ধানে ঘর থেকে বের হয়, ফিরিশতা তার সেই আমলের প্রতি খুশি হয়ে তার জন্য নিজের পাখা বিছিয়ে দেয়। (তাবরানী কাবীর, ৫৫/৮, হাদীস নং: ৩৫০)
* ইলম অর্জনের জন্য সফর করা বুযুর্গানে দ্বীনের সুন্নাত। (৪০ ফারামীনে মুস্তাফা, ২৩ পৃষ্ঠা) * ইলম অর্জনের জন্য প্রশ্ন করা নিশ্চয়ই ফযীলতের কারণ, তবে প্রশ্ন করার আদবসমূহের প্রতি লক্ষ্য রাখাও জরুরী। (ফয়যানে দাতা আলী হাজভীরী, ১৩ পৃষ্ঠা) * ইলম হলো ভান্ডার, প্রশ্ন তার চাবি। (আল ফিরদাউস বিমাসূরিল খিতাব, ২/৮০, হাদীস নং ৪০১১) * ইলম অর্জনের জন্য প্রশ্ন করতে লজ্জাবোধ করা উচিৎ নয়।