Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

তায়্যিবা এসে হাযির হয়েছে ইলমে দ্বীন অর্জন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে তার ফলে সে কেমন পুরস্কার পেয়েছে? যুগের সমস্ত বড় বড় ওলামা তার জানাযায় অংশ গ্রহণ করেছে যুগের ইমামগণ তাকে কবরে রেখেছে দয়ার উপর বড় দয়ার বিষয় হলো, আল্লাহ পাক তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেছেন তাকে ওলামায়ে কিরামের স্তরে স্থান দান করেছেন سُبْحٰنَ الله! আল্লাহ পাক আমাদেরও ইলমে দ্বীন অর্জন করার সামর্থ্য দান করুক

اٰمین بِجاہِ خاتَمِ النَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

ওলামায়ে কিরামের মর্যাদা সমূহ বৃদ্ধি করা হয়

    পারা ২৪ সূরা মুজাদালাহ আয়াত নং ১১ তে আল্লাহ পাক ইরশাদ করেন:

یَرۡفَعِ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ ۙ   وَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ دَرَجٰتٍ ؕ

(পারা: ২৪, সূরা: মুজাদালাহ, আয়াত: ১১)

কানযুল ঈমান হতে অনুবাদ: তোমাদের মধ্য হতে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, আল্লাহ মর্যাদা সমুন্নত করবেন

    সাহাবীয়ে রাসূল, মুফাসসিরদের শিরোমনি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস رَضِیَ اللهُ عَنْہُ এই আয়াতের তাফসীরে বলেন, ওলামায়ে কিরাম সাধারণ মু'মিনদের চেয়ে ৭০০ মর্যাদা বেশি সমুন্নত থাকবেন এবং তাদের প্রত্যেক স্তরের মাঝে ৫০০ বছরের দূরত্ব থাকবে (কুতুল কুলুব /২৪১)

ইলম হচ্ছে দ্বীনের কুতুব (রক্ষক)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন, ইলমে দ্বীনের কেমন সুউচ্চ শান যে, কিয়ামতের দিন আলিমদের সাধারণ মানুষের চেয়ে অনেক উচ্চ স্তরে স্থান দান করা হবে। হুজ্জাতুল ইসলাম