Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

জিজ্ঞেস করা প্রশ্নাবলীর ইলম হিকমত পরিপূর্ণ উত্তর প্রদান করেন

    সপ্তাহিক মাদানী মুযাকারা ইউনিট ভিত্তিক ১২ দ্বীনি কাজের মধ্যে একটি কাজ দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জনের লক্ষ্যে, আউলিয়ায়ে কিরামের ফয়েয, অন্তর ইশকে রাসূল বৃদ্ধি করতে, ইলমে দ্বীনের নূরে সুসজ্জিত হতে, এবং নেক-নামাযী হবার জন্য মাদানী মুযাকারায় অংশগ্রহণ করুন এবং অসংখ্য নেকি অর্জন করুন! আসুন উৎসাহ গ্রহনার্থে মাদানী মুযাকারার একটি মাদানী বাহার শুনি -

সন্তানও নামাযী হয়ে গেলো

    তালা গাঙ্গ তহশিল (চাকওয়াল জেলা, পাঞ্জাব প্রদেশ) এক ইসলামী ভাইয়ের বর্ণনা: আগে আমি সমাজের অত্যন্ত নষ্ঠ হয়ে যাওয়া মানুষ ছিলাম সিগারেট, গাঁজা, মদ যা পেতাম তার দিকে হাত বাড়িয়ে দিতাম একবার আমার উপর দয়া হলো আর আমি রমযানুল মুবারকের রোজা রাখতে শুরু করলাম প্রতিদিন রাতে মাদানী চ্যানেলে মাদানী মুযাকারা দেখারও সৌভাগ্য অর্জিত হলো আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রজ্ঞাময় কথাগুলো আমার অন্তরে এমন প্রভাব ফেললো যে, আমার জীবনে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হলো اَلْحَمْدُ لِلّٰه আমি গুনাহ থেকে সত্য অন্তরে তাওবা করে নিলাম এবং চেহারা দাঁড়ি শরীফ দিয়ে সাজিয়ে নিলাম পাঁচ ওয়াক্ত নামায মসজিদে জামায়াত সহকারে আদায় করতে শুরু করলাম আমাকে নামাজ পড়তে দেখে আমার ১২ বছর বয়সী ছেলে এবং ১০ বছর বয়সী মেয়েও নামাজ পড়া শুরু করলো ছেলে তো জামায়াত সহকারে নামাজ আদায়ের জন্য আমার সাথে মসজিদে যায় (ফয়যানে মাদানী মুযাকারা ৭২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد