Book Name:Ilm e Deen Kay Fazail
জরুরী মাসআলা
* এভাবে হজ্ব ফরয হলে হজ্বের, * বিবাহ করতে চাইলে বিবাহের,
* ব্যবসায়ীর জন্য ব্যবসার, * ক্রেতার জন্য ক্রয়ের * চাকুরীজীবী এবং নিয়োগকারীর জন্য বেতন সংক্রান্ত * সর্বোপরি প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক, মুসলমান পুরুষ ও মহিলার উপর তার বর্তমান অবস্থা অনুযায়ী মাসআলা শেখা ফরযে আইন। * তেমনিভাবে প্রত্যেকের জন্য হালাল হারামের মাসআলা শেখা ফরয। * মাসায়িলে ক্বলব (বাতেনী মাসআলা) অর্থাৎ, বাতেনী ফরযসমূহ যেমন- বিনয়, ইখলাস, তাওয়াক্কুল ইত্যাদি এবং এগুলো অর্জনের পদ্ধতি। * একইভাবে, বাতেনী গুনাহ যেমন, অহংকার, লৌকিকতা, হিংসা, কুধারণা, শত্রুতা, বিদ্বেষ ইত্যাদি এবং এগুলো দূর করার উপায় শেখাও প্রত্যেক মুসলমানের উপর ফরয। * একইভাবে মুহলিকাত অর্থাৎ ধ্বংসে নিক্ষেপ করে এমন কাজ, যেমন- ওয়াদা ভঙ্গ, মিথ্যা, গীবত, চোগলখুরী, অপবাদ, কুদৃষ্টি, ধোঁকা, মুসলমানকে কষ্ট দেয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত সগীরা-কবীরা গুনাহ সংক্রান্ত জরুরী আহকাম শেখাও ফরয যেনো সেগুলো থেকে বেঁচে থাকা যায়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকাল দুনিয়াবী জ্ঞান অর্জনের প্রতি প্রবণতা অনেক বেড়ে গেছে। অনেক মুসলমান তাদের পার্থিব ভবিষ্যৎ সাজানোর লক্ষ্যে দুনিয়াবী জ্ঞান অর্জন করে এবং এর জন্য অনেক কষ্ট স্বীকার করে। নিশ্চয়ই দুনিয়াবী জ্ঞান শিখার পার্থিব উপকারিতাও রয়েছে এবং দুনিয়াবী জ্ঞানার্জনকে সাধারণভাবে নাজায়িয বলা যায় না। দুনিয়াবী জ্ঞান শিখার কিছু