Book Name:Ilm e Deen Kay Fazail
জাতির ভাগ্য তরুণ প্রজন্মের শিক্ষা দীক্ষার উপর নির্ভর করে, উন্নতি ও অবনতির অসংখ্য ঘটনা এই কথার প্রমাণ করে যে, যুগের নেতৃত্ব সেই জাতির হাতে ছিলো, যে জাতির তরুণ প্রজন্ম উত্তম চরিত্র ও চালচলনের অধিকারী ছিলো, যে জাতির তরুণ প্রজন্ম অহেতুক কাজকর্ম ও খেলাধুলায় মত্ত ছিলো তারা পশ্চাদপদতায় হারিয়ে গেছে। আজ আমাদের অবস্থাও তেমনই। আমাদের তরুণ প্রজন্মও অবনতির শিকার। কেননা, আমাদে শিক্ষার মান, প্রতিষ্ঠানগুলোর অবস্থা এবং শিক্ষাব্যবস্থা অত্যন্ত করুণ। সমস্ত সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত লোকদের মধ্যে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর বার্তা প্রচারের জন্য শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। যার মূল উদ্দেশ্য বর্ণিত প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত লোকদের দাওয়াতে ইসলামীর সাথে যুক্ত করার মাধ্যমে সুন্নাত অনুযায়ী জীবনযাপনের মাদানী মন মানসিকতা সৃষ্টি করা। এই বিভাগ কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রদের ভালো ভালো নিয়্যতের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সূন্নাতের আলোয় আলোকিত করে তোলে। সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানে “নেক আমল” করার ধারাবাহিকতা অব্যাহত রাখে, ছাত্রাবাসে প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনা চালু করে সেই ভবিষ্যতের কারিগরদের দ্বীনি ও চারিত্রিক উন্নতি সাধনের সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে থাকে। اَلْحَمْدُ لِلّٰه এখন পর্যন্ত অসংখ্য বেআমল শিক্ষার্থী গুনাহ থেকে তাওবা করে নামাযী এবং সুন্নাতী জীবনে অভ্যস্ত হয়ে গেছে।
হযরত আব্দুর রহমান বিন আবী বাকরাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত। আল্লাহর সর্বশেষ রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন,