Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

اَلْحَمْدُ لِلّٰه জামিয়াতুল মদীনায় তাফসীর, উসুলে তাফসীর, ইলমে হাদীস উসুলে হাদীস, ইলমে ফিক্বহ উসুলে ফিক্বহ, ইলমে কালাম, আরবি ভাষা সংক্রান্ত বিভিন্ন ইলম যেমন- ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বয়ান, ইলমে বাদী', ইলমে মাআনী ইত্যাদি প্রায় ১৫টি বিষয়ের ইলম শেখানো হয় বর্তমানে আল্লাহর দয়া এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কৃপাদৃষ্টিতে দাওয়াতে ইসলামীর নিজস্ব শিক্ষাবোর্ড কানযুল মাদারিস প্রতিষ্ঠিত হয়েছে জামিয়াতুল মদীনার পরীক্ষাসমূহ কানযুল মাদারিস এর অধীনে নেয়া হয় এবং ইসলামিক স্টাডিজে M.A. ডিগ্রীও দেয়া হয়

    জামিয়াতুল মদীনায় ভর্তি চলমান রয়েছে জামিয়াতুল মদীনায় ভর্তি হোন আপনার ছেলে মেয়েদের ভর্তি করান আপনার নিকটাত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে এই মন মানসিকতা তৈরী করুন, তাদেরকেও জামিয়াতুল মদীনায় ভর্তি করিয়ে দিন ইলমে দ্বীন শিখুন এবং দ্বীনের খিদমতে নিয়োজিত হয়ে যান আল্লাহ পাক আমাদের সবাইকে বা-আমল আলিম হয়ে অপরকে (আলিম দ্বীন) বানানোর তৌফিক দান করুক

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

১২ দ্বীনি কাজের মধ্য হতে একটি দ্বীনি কাজ:

সাপ্তাহিক মাদানী মুযাকারা

    হে আশিকানে রাসূল! মাদানী মুযাকারাও ইলমে দ্বীন শেখার একটি সহজ পদ্ধতি। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদিরী রযবী যিয়ায়ী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রতি শনিবার ইশার নামাজের পর মাদানী চ্যানেলে সরাসরি (ষরাব) মাদানী মুযাকারায় অংশ নেন। অর্থাৎ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আশিকানে রাসূলদের