Ilm e Deen Kay Fazail

Book Name:Ilm e Deen Kay Fazail

শর্ত আছে সেগুলো পূরণ করা জরুরী সায়্যিদী আলা হযত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, * জ্ঞান যেখানে কুফরী বিশ্বাসের শিক্ষা আছে, সেগুলো পড়া হারাম * হ্যাঁ, জায়িয জ্ঞানসমূহ (যেগুলোতে ইসলামী আক্বাঈদ ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোনো কথা থাকবে না, সে সব জ্ঞানসমূহ) জায়িয চাকুরীর জন্য পড়া জায়িয * তবে সেগুলোতে এমনভাবে মশগুল না হওয়া উচিৎ, যার ফলে দ্বীনের প্রয়োজনীয় ইলম শিখতে পারা না যায় নতুবা দুনিয়াবী জ্ঞান, যা ফরয ইলমে দ্বীন শিখা থেকে বিরত রাখে, তা হারাম * তার সাথে এটাও জরুরী যে, যেনো নিজের দ্বীন চরিত্রের উপর প্রভাব না পড়ে * ইসলামী আকাঈদ চেতনার উপর যেনো অটল থাকে এবং যেনো ইসলামী চালচলনের উপর স্থির থাকে এসব শর্তাবলী পাওয়া গেলে জায়িয রিযিক হাসিলের উদ্দেশ্যে জায়িয দুনিয়াবী জ্ঞান শিখতে অসুবিধা নেই (ফতোওয়ায়ে রযবিয়া, ২৩/৭০৮-৭০৯)

    অপর এক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ব্যক্তি যে অবস্থায় আছে, তা অনুযায়ী শরয়ী আহকাম সম্পর্কে যেনো সে অবগত থাকে, এটা ফরযে আইন, যতক্ষণ পর্যন্ত এই ইলম অর্জন করবে না; ততক্ষণ ভূগোল, ইতিহাস ইত্যাদি (দুনিয়াবী জ্ঞান) শিখে সময় অপচয় করা জায়িয নেই

(ফতোওয়ায়ে রযবিয়া, ২৩/ ৬৪৭)

    তাই যারা দুনিয়াবী জ্ঞান শিখে, তাদের উপর আবশ্যক হলো, যেনো প্রথমে প্রয়োজনীয় দ্বীনি ইলম শিখা; শুধু ঐসব জ্ঞান অর্জন করা যেগুলো কুরআন হাদীস ও ইসলামী শিক্ষার বিরুদ্ধে নয়। যেসব জ্ঞানে দ্বীনের বিরুদ্ধে কথাবার্তা আছে, সেসব যেনো কখনো না পড়ে। এরই সাথে দুনিয়াবী জ্ঞান পড়ার সাথে