Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

মাযহাবীদের শক্তি ভেঙ্গে দিয়েছেন, বদ আকিদা নিঃশেষ করে দিয়েছেন, আসল ইসলামী আকিদার সঠিক ব্যাখ্যা দিয়েছেন, ইসলামী উচ্চ শিক্ষার উপর, কুরআনের মর্যাদা সম্মানের উপর, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান ইজ্জতের পাহারা দিলেন, বিদআত নিচ্ছিন্ন করে দিলেন, সুন্নাত সমূহকে ছড়িয়ে দিলেন, সমাজ সংশোধন করলেন, মানুষকে ইশকে রাসূলের সুধা পান করালেন আর اَلْحَمْدُ لِلّٰه ফিতনা দূর করে দ্বীনের পতাকাকে উড্ডীন করলেন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের লা হযরত, ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ اَلْحَمْدُ لِلّٰه অনন্য ব্যক্তিত্ব অর্থাৎ তাঁর জীবনীকে যেই দিক দিয়ে দেখা হয়, ব্যস সফলতাই সফলতা দৃষ্টিগোচর হয়, যেমনিভাবে লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় মুফাসসির, সুদক্ষ মুহাদ্দিস, উপমাহীন আলিম, সুযোগ্য মুফতী, ইবাদতকারী, তেমনিভাবে লা হযরত
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন অলিয়ে কামিল পীরে কামিলও ছিলেন আজও লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর লক্ষ কোটি মুরিদ দুনিয়াতে বিদ্যমান রয়েছে এবং যতোজন আত্তারী রয়েছে তারা তো اَلْحَمْدُ لِلّٰه রযবী কেননা আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ লা হযরতের মাধ্যমে সিলসিলায়ে কাদেরীয়াতে বাইয়াত করান আর যেসব আশিকানে রাসূল লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সিলসিলার মধ্যে বাইয়াত নেই তারাও তো অবশ্যই আশিকে লা হযরত, কেননা লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইশকে রাসূলের, সুন্নীয়তের পরিচয়

    যেহেতু আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের পীর, প্রতিটি আশিকে রাসূলের হৃদয়ের স্পন্দন। সুতরাং আজ আমরা আলা হযরতের মতো একজন পীরে কামিলের জীবনীর কিছু ঝলক শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো। আল্লাহ পাক আমাদের