Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসুল! ১০ই শাওয়ালুল মুকাররম আমাদের আক্বা, অলিয়ে কামিল, পীরে তরীক্বত, রাহবারে শরীয়ত, আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শুভ জন্ম দিবস। নিশ্চয় আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকত সম্পন্ন সত্তা ইসলামী বিশ্বের জন্য অনেক বড় নিয়ামত। যখন ফিতনা ছড়িয়ে পড়েছিলো, বদ মাযহাবী বৃদ্ধি পেয়েছিলো, বিদআত ব্যাপক আকার ধারণ করেছিলো, আল্লাহর পানাহ! কুরআনের আয়াতের ভাবার্থ পরিবর্তন করার মতো ঘৃণ্য প্রচেষ্টা চালানো হচ্ছিলো, ইসলামী শিক্ষাকে পরিবর্তন করার দুঃসাহস করা হচ্ছিলো, এই ফিতনার সময়ে আল্লাহ পাক আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর আকৃতিতে ইসলামী জগতকে একটি মহান নিয়ামত দ্বারা ধন্য করেন, আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুজাদ্দিদ হয়ে তাশরিফ আনলেন এবং اَلْحَمْدُ لِلّٰه তিনি ফিতনার শিকড় উপড়ে ফেললেন, তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন, বদ