Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

ব্যক্তিকে দেখলাম যাকে বাহ্যিকভাবে কোন বুযুর্গ ব্যক্তি মনে হচ্ছিলো, আমি তার পায়ে চুম্বন করলাম, আদব প্রদর্শন করলাম

    সেখানকার উপস্থিত লোকেরা আমাকে বলল: তুমি তার মুরিদ হয়ে যাও! আমি বললাম: আমি তো অনেক আগেই লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর হাতে মুরিদ হয়েছি, এতে লোকেরা বলল: সেখানে তুমি শরীয়তে বাইয়াত হয়েছো, এখানে তরীকতে বাইয়াত হয়ে যাও, ব্যস লোকদের এরকম কথাবার্তা শুনে আমি ব্যক্তির মুরিদ হয়ে গেলাম  মুরিদ হওয়ার পর আমি আমার বাসস্থানে আসলাম, কিছুক্ষণ আরামের জন্য শয়ন করলাম আর ঘুমিয়ে পড়লাম, কি দেখতে পেলাম স্বপ্নে লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাশরিফ আনলেন, নুরানী চেহারার মধ্যে জ্বালালিয়্যতের ছাপ ছিলো, লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: ঠিক আছে আমার শাজারা দিয়ে দাও, এতোটুকু বলেছিলো শুধু আমার চোখ খুলে গেলো, ব্যস ঐদিন থেকে আমার কোন কাজেই মন বসছে না, স্কুলে পড়তাম, সেটাও বাদ দিয়ে দিয়েছি, সারাক্ষণ শুধু এটাই মনে চায় যে চিৎকার করে করে কান্না করি

    সৈয়দ আইয়ুব আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যুবকের কথা শুনে আমরা তাকে শান্তনা দিলাম আর বললাম: আপনি ঘাবড়াবেন না, যোহরের সময় আলা হযরত (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) তাশরিফ আনবেন, নামাযের পর আরয করবেন যে আমি বায়আত নবায়ন করার জন্য এসেছি। আমাদের কথা শুনে ঐ যুবকটি কিছুটা শান্ত হলো, এখনো এই কথাগুলো বলাবলি করছিলাম আলা হযরত (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) স্বভাবের বিপরীত কক্ষ থেকে বের হয়ে আসলেন আর সেই যুবককে বললেন: আপনি কি জন্য এসেছেন! আলা হযরত (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর এই কথাটি শুনে আমরা আশ্চর্য হলাম, কেননা তাঁর পবিত্র অভ্যাস ছিলো যে যখনই কেউ আসতো তাকে জিজ্ঞাসা