Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

    سُبْحٰنَ الله আল্লাহ পাক লা হযরত ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমাদেরকে অন্তরের পবিত্রতা দান করুক,হায়! আমরাও যেন আমাদের পীর মূর্শিদের কৃপা দৃষ্টির উপযুক্ত হয়ে যায়

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

লা হযরত নায়িবে (প্রতিনিধি) গাউছে আযম

    আলীপুর সিদা (পাঞ্জাব) এর প্রসিদ্ধ বুযুর্গ: হযরত মাওলানা পীর জামআত আলী শাহ  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তিনি সৈয়দজাদা এবং গাউছে পাকের আউলাদের অন্তর্ভূক্ত, পীর জামআত আলী শাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন আমার স্বপ্নে শাহেন শাহে বাগদাদ সরকারে গাউছে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যিয়ারত নসীব হলো, হুযুরে গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেছেন: হিন্দে

আমার নায়িব (প্রতিনিধি) হলো মাওলানা আহমদ রযা খাঁন

(ফয়যানে লা হযরত, ৩২৩ পৃষ্ঠা)  

    একইভাবে শেরে রব্বানী হযরত মিয়া শে মুহাম্মদ শারকপুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার স্বপ্নে শাহেন শাহে বাগদাদ, সরকারে গাউছে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর যিয়ারত নসীব হলো, মিয়া সাহেব বলেন: আমি গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে জিজ্ঞাসা করলাম: হুযুর! বর্তমান দুনিয়াতে আপনার নায়িব কে? সরকারে গাউছে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: বেরেলীতে মাওলানা আহমদ রযা খাঁন (ফয়যানে লা হযরত, ৩২৩ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ গাউছে পাকের নায়িব এই বিষয়টি গোপন ছিলো না বরং তখনকার মাশায়িখে ইযাম ও পীরানে তরীকত সকলেই জানতেন যে আলা হযরত নায়িবে গউছে আযম, এজন্য তারা লোকদের বেরেলীর