Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
দাড়ি কর্তনকারী, ফাসিকদের মতো ফ্যাশন অবলম্বন করা এবং প্রত্যেক প্রকার মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকো।
যে এই (বর্ণনাকৃত) বিষয়গুলোর উপর আমল করতে থাকবে, আল্লাহ ও রাসূলের ওয়াদায় তার জন্য জান্নাত রয়েছে।
(হায়াতে আ’লা হযরত, ৩৫৩ থেকে ৩৫৪ পৃষ্ঠা)
হে আশিকানে রাসূল! পীরে কামিল আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর সকল মুরিদদেরকে এই এসব উপদেশ দিয়েছেন, আসুন! নিয়্যত করি, যতোদিন বেঁচে থাকবো এসকল উপদেশের উপর আমল করতে থাকবো, আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সঠিক আকাঈদ, মাযহাবে আহলে সুন্নাতের উপর অটল থাকার নসীহত করেছেন, নিয়্যত করুন! সব সময় মসলকে আ’লা হযরতের উপর অটল থাকবেন, বদমাযহাবীদের সংস্পর্শ থেকে বাঁচতে থাকবো, শুধুমাত্র আশিকানে রাসূলের সংস্পর্শ অবলম্বন করবো, আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত মসজিদে জামআত সহকারে আদায় করার উপদেশ দিয়েছেন, সুতরাং নিয়্যত করুন, اِنْ شَآءَ الله আমাদের কোন নামায কাযা হবে না বরং জামআতও বর্জন করবো না,আল্লাহ না করুক যদি কারো নামায কাযা থাকে তো সে দ্রুত পুরো কাযা নামায আদায় করে নিন, যার রোযা কাযা রয়েছে, সে রোযা রাখার নিয়্যত করে নিন, যাদের উপর যাকাত ফরয হয়, তারা যাকাত প্রদান করার নিয়্যত করে নিন, যাদের উপর হজ্ব ফরয হয়, তারা হজ্ব আদায় করার নিয়্যত করে নিন আর মিথ্যা, গীবত, চোগলী, লৌকিকতা, অহংকার ইত্যাদি বাতেনী রোগসমূহ থেকে সকলকেই বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে বেঁচে থাকারও নিয়্যত করে নিন!