Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

দোয়া দিন! মাযজুব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমার পিটে হাত রাখলেন আর সোজা লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দিকে ইশারা করে বললেন: এর পিছনে চলতে থাকো, সবাই তোমার পিছনে চলবে (ফয়যানে লা হযরত, ৩৪০ পৃষ্ঠা)

    سُبْحٰنَ الله হে আশিকানে রাসূল! মনোযোগ দিন! যুগের বড় বড় মাশায়িখ, বড় বড় পীর, অলি আল্লাহ, আল্লাহ পাকের নেককার বান্দাগণ আমাদের আক্বা, লা হযর, ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কেমন সম্মান করতেন, তাঁদের সকলেরই মূলত একটি উক্তিই ছিলো, সেটা হলো বর্তমান যুগে যিনি আউলিয়ায়ে কামিলিনের সর্দার তিনি হলেন বেরেলীর তাজেদার, লা হযরত ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ

    এসমস্ত আউলিয়ায়ে কিরাম লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দয়ার আচঁলের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার, তাঁর মুরিদের অন্তর্ভূক্ত হওয়ার এবং তাঁর পিছনে পিছনে চলার শিক্ষা দিতেন আল্লাহ পাক আমাদেরকে লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সত্যিকারের গোলামী নসীব করুক, নিশ্চয় লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পীরে কামিল, আল্লাহ পাক আমাদেরকে মুরিদে কামিল হওয়ার তাওফিক নসীব করুক اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

জামেয়াতুল মদীনা (বালক শাখা):

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নামায অন্যান্য নেক আমলের উপর স্থায়িত্ব পাওয়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সব সময় সম্পৃক্ত থাকুন, اِنْ شَآءَ الله দুনিয়া আখিরাতের অসংখ্য কল্যাণ অর্জন হবে اَلْحَمْدُ لِلّٰه দাওয়াতে ইসলামীর এখনো পর্যন্ত ৮০টিরও অধিক বিভাগ সুন্নাতের খিদমতে নিয়োজিত রয়েছে, সেগুলোর মধ্য হতে একটি হলো জামেয়াতুল মদীনা (বালক) বিভাগ