Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
দিবে, যতো বছর দেয়নি দ্রুত হিসাব করে আদায় করবে, প্রত্যেক বছরের যাকাত বছর পূরণ হওয়ার পূর্বে দিয়ে দিন, বছর পূর্ণ হওয়ার পর বিলম্ব করা গুনাহ, সুতরাং বছরের শুরু থেকে ধীরে ধীরে দিতে থাকুন, বছর পূর্ণ হওয়ার ক্ষেত্রে হিসাব করুন, যদি পুরোটা আদায় হয়ে যায় তবে উত্তম, অন্যতায় যতোগুলো বাকী রয়েছে, দ্রুত দিয়ে দিন আর যদি কিছু বেশি বেরিয়ে গেলো (অর্থাৎ যতোটুকু যাকাত হওয়ার কথা, তার চেয়ে বেশি টাকা আল্লাহর রাস্তায় যাকাত নিয়্যত ছাড়া দিয়ে দেয়, ততোটুকু টাকা) আগামী বছর কম করে নিবে। আল্লাহ পাক কারো নেক কাজ বিনষ্ট করেন না।
সামর্থ্যবানের উপর হজ্ব ফরয, আল্লাহ পাক হজ্ব ফরয হওয়ার ব্যাপারে বর্ণনা করে ইরশাদ করেন:
وَ مَنۡ کَفَرَ فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنِ الۡعٰلَمِیۡنَ
(পারা: ৪, সূরা আলে ইমরান, আয়াত: ৯৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যে অস্বীকারকারী হয়, তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বে-পরোয়া।
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হজ্ব বর্জনকারীর ব্যাপারে বলেন: সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিষ্টান (সেটা আমার যিম্মাদারীতে নেই)।
(তিরমিযী, ২২৩ পৃষ্ঠা, হাদীস: ৮১২)
(৭): বাতেনী রোগ থেকে বেঁচে থাকুন
সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মুরিদদেরকে আরও উপদেশ দিতে গিয়ে বলেন: মিথ্যা, নির্লজ্জতা, চোগলী, গীবত, ব্যভিচার, সমকামিতা, জুলুম, খিয়ানত, লৌকিকতা, অহংকার,