Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
নেক আমল নাম্বার ২৩ এর প্রতি উৎসাহ প্রদান
اَلْحَمْدُ لِلّٰه আশিকে আ’লা হযরত, আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা, আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবী যিয়ায়ী دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ দুনিয়ার সকল আশিকানে রাসূলকে নেককার নামাযী হওয়ার জন্য সংশোধনের যেই মাদানী ব্যবস্থাপত্র দিয়েছেন, অর্থাৎ নেক আমল, এতে ঐসকল আমলসমূহ রয়েছে যেগুলো আ’লা হযরত
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপদেশ দিয়েছেন, যদি আমরা আমীরে আহলে সুন্নাত دَامَتْ
بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দানকৃত নেক আমলসমূহ মযবুত সহকারে আকড়ে ধরি তাহলে اِنْ
شَآءَ الله আ’লা হযরত رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ এর নসীহতের সাথে সাথে আরও অনেক নেক আমল করার, নিজের জীবনে পরিবর্তন আনার ক্ষেত্রে সফল হয়ে যাবো।
শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাতের দানকৃত “৭২ নেক আমল” এর মধ্য হতে নেক আমল নাম্বার ২৩ যথা আপনার ঘরে কি আজ ঘর দরস হয়েছে? বা কোন অপারগতা অবস্থায় আপনার অনুপস্থিতিতে ঘর দরস হয়েছে? প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা এমন নেক আমল যেটাতে আমাদের জন্যও সংশোধন রয়েছে এবং আমাদের পরিবারের লোকদের সংশোধনের মাধ্যমও, অতএব আমাদের এই নেক আমলের উপর আমল করা উচিত।
নোট: দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে মাদানী ইনআমাতকে এখন নেক আমল বলা হয়ে থাকে।
হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰه দা’ওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাধারণ লোকদের সহজতা ও উম্মতে মুহাম্মদীর কল্যাণের জন্য মোবাইল এপ্লিক্যাশন Online rohani ilaj