Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
মূর্শিদের মুরিদ হওয়া। (আদাবে মূর্শিদে কামিল, ১২ পৃষ্ঠা) * সকল শর্তের অধিকারী শায়খের হাতে বায়আত হওয়া মুসলমানদের ঐতিহ্যবাহী সুন্নাত এবং এর অসংখ্য উপকার ও বরকত দ্বীন ও দুনিয়া এবং আখিরাতে রয়েছে। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৭৫ পৃষ্ঠা) * পীর বানানো হয় আখিরাতের বিষয়াদির জন্য যাতে তার সাহায্য ও বাতেনী দৃষ্টির বরকতে মুরিদ আল্লাহ পাক ও তার রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসন্তুষ্টমূলক কার্যাদি থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক আমল অনুযায়ী নিজের জীবনের দিন ও রাত অতিবাহিত করতে পারে। (আদাবে মূর্শিদে কামিল, ১৩ পৃষ্ঠা) * যে ব্যক্তি কোন সকল শর্ত বিদ্যমান এমন শায়খের হাতে বায়আত হয়ে গেছে তবে তার অন্যের হাতে বায়আত না হওয়া উচিত (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৭৯ পৃষ্ঠা) * হুযুরে গাউছে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুরিদ হওয়াতে ঈমানের নিরাপত্তা, মৃত্যুর পূর্বে তাওবা করার সামর্থ্য, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার মতো মহান উপকারীতা রয়েছে। (ফিকরে মদীনা, ১৬১ পৃষ্ঠা)
ঘোষণা
বায়আত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল তরবিয়্যতী হালকায় বলা হবে সুতরাং সেগুলো জানার জন্য তরবিয়্যতি হালকার অবশ্যই অংশ গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে