Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

মধ্যে একক মর্যাদার অধিকারী হয়ে থাকে, তাকে গাউছও বলা হয়ে থাকে এবং তিনি তার সময়কার আউলিয়ায়ে কিরামের সর্দার হয়ে থাকেন ইরশাদের অর্থ: নেকীর দাওয়াত দেয়া, মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, মানুষের আকিদা সংশোধন করা, আমল সংশোধন করা, সমাজে পাওয়া যাওয়া মন্দ কার্যাদি সংশোধন করা, এসবকিছু ইরশাদের অন্তর্ভূক্ত এখন কুতুবুল ইরশাদের অর্থ হবে: নিজের সময়কার সবচেয়ে বড় মুসলিহ উম্মত (অর্থাৎ উম্মতের সংশোধনকারী), নিজের সময়কার আউলিয়ায়ে কিরামের সর্দার

(ফতোহাত, / ২৯৭)

    জানা গেলো আমাদের আক্বা, লা হযরত, ইমামে আহলে সুন্নাত, শাহ ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কুতুবুল ইরশাদ অর্থাৎ তিনি নেকীর দাওয়াতের সাড়া জাগানোকারী, সমাজের সংশোধনকারী, মন্দ কার্যাদির সংশোধনকারী, আপন মুরিদদের উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছানোকারী এবং নিজের সময়কার সকল আউলিয়ায়ে কিরামের সর্দার

তাঁর পিছনে হাঁটো! সকলে তোমার পিছনে হাঁটবে

    একবার সায়্যিদি লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মুহায়িম শরীফ (হিন্দ) এর একজন মাযজুবের সাথে সাক্ষাতের জন্য তাশরিফ নিয়ে গেলেন, হযরত আব্দুস সালাম জাবালপুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাথে ছিলেন মুফতী বুরহানুল হক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন আমরা তার নিকট পৌঁছলাম তখন  মাযজুব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাথার পাগড়ী শরীফ সাজালেন, আসনে বসে দালায়িলুল খয়রাত পড়ছিলেন

    তিনি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে খুব মেহমানদারী করলেন, যখন ফিরে আসতে লাগলেন তখন আমি ঐ মাযজুব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কদম মুবারক ধরে আরয করলাম: আমার জন্য কল্যাণের