Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইচ্ছানুযায়ী ইলমে দ্বীনকে প্রচার ও প্রসার করার জন্য দা’ওয়াতের ইসলামীর অধিনে জামেয়াতুল মদীনার সর্বপ্রথম শাখা ১৯৯৫ সালে নতুন করাচি এলাকায় গুধহিরা কলোনী করাচিতে চালু করা হলো এবং اَلْحَمْدُ لِلّٰه বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশে যেমন: পাকিস্থান, হিন্দ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নেপাল ও বাংলাদেশসহ অন্যান্য দেশের মধ্যে জামেয়াতুল মদীনা (বালক) এবং (বালিকা) শাখা স্থাপন করেছেন, যেগুলোর মধ্যে হাজার হাজার ইসলামী ভাই ও ইসলামী বোন ইলমে দ্বীনি অর্জন করে না শুধু নিজের ইলমের পিপাসা নিবারণ করছে বরং অপরকেও ফয়যানে ইলম দ্বারা আলোকিত করার কাজে নিয়োজিত রয়েছে। এসব জামেয়াতুল মদীনার বিশেষত্ব হলো যে দ্বীনি শিক্ষা দ্বারা সজ্জিত করার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক ও রুহানী প্রশিক্ষণও দেয়া হয়। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এসব শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন: আমি দা’ওয়াতে ইসলামীর জামেয়াতুল মদীনার শিক্ষার্থীদের ভালোবাসি আর তাদের সদকায় আমার জন্য মাগফিরাতের দোয়া করে থাকি। اَلْحَمْدُ لِلّٰه জামেয়াতুল মদীনার শিক্ষার্থীরা পাঁচ ওয়াক্ত নামায ছাড়াও অন্যান্য নফল নামাযও আদায় করে এবং শিক্ষার্থীদের একটি সংখ্যা সালাতুত তাওবা, তাহাজ্জুদ, ইশরাক ও চাশতের নামাযও আদায় করে থাকে। সুতরাং আমাদের উচিত নিজেদের সন্তানদেরকে জামেয়াতুল মদীনায় ভর্তি করিয়ে তাদের ও নিজের দুনিয়া ও আখিরাতকে উত্তম বানানো।
প্রিয় ইসলামী ভাইয়েরা! শাওয়াল মাসে জামেয়াতুল মদীনায় ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়, আমাদের সুবর্ণ সুযোগ আপনারা এই সুযোগটি কাজে লাগান আর নিজেদের সন্তানদের জামেয়াতুল মদীনায় ভর্তি করিয়ে দিন।