Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
তোমরা কি আহমদ রযা সম্পর্কে কি জানো...? আমি চিন্তিত ছিলাম যে, যদি আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করেন: হে আ’লে রাসূল! তুমি দুনিয়া থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? তখন আমি কী উত্তর দিবো। اَلْحَمْدُ لِلّٰه আজ সেই চিন্তা দূর হয়ে গেলো, এখন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন যে, হে আ’লে রাসূল! দুনিয়া থেকে কী নিয়ে এসেছো তখন আমি আহমদ রযাকে পেশ করবো।
রোযে মেহশর আগার মুঝ ছে পুছে খোদা বোল আ’লে রাসূল তু লায়া হে কিয়া
আরয কর দোঁ গা লায়া হো আহমদ রযা ইয়া খোদা ইয়ে আমানত সালামত রহে
মসলকে আ’লা হযরত সালামত রহে
শাহ আ’লে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: (লোকেরা! শুনো...!) অন্যান্য ব্যক্তিরা অন্তরের মরিচা নিয়ে আসে, তাদেরকে প্রস্তুত করতে হয়, আহমদ রযা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে একদম প্রস্তুত হয়ে এসেছে, তার শুধুমাত্র নিসবতের প্রয়োজন ছিলো। (তাজাল্লিয়াত ইমামে আহমদ রযা, ৩৭ পৃষ্ঠা)
سُبْحٰنَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! এটাই হলো কামিল পীরের কৃপা দৃষ্টি, কামিল মুরিদ আমাদের আক্বা, আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা খাঁন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ । একটু চিন্তা করে দেখুন! আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বয়স মুবারক তখন কতো ছিলো? ২২ বছর, ঐ বয়সেও আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ইবাদতগুজার, ভালো হৃদয় সম্পন্ন, উত্তম জীবন, শরীয়তের অনুসরণকারী ছিলো, তাঁর কামিল পীর বললেন: আহমদ রেযা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে এসেছে, তার শুধুমাত্র নিসবতের প্রয়োজন ছিলো।