Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

লা হযরতের নিজের মুরিদদের জন্য উপদেশ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! লা হযরত, ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পীরে কামিল, তিনি তাঁর মুরিদদেরকে পথভ্রষ্টতা আমলহীন হওয়া থেকে বাঁচিয়ে রাখেন এবং আপন মুরিদদের জাহিরি বাতেনী সংশোধনের জন্য ভরপুর চেষ্টা করতেন

    সায়্যিদি লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সময় সময়ে তাঁর মুরিদের সংশোধনের জন্য যেই উপদেশ দিতেন, আসুন! তার মধ্য হতে কয়েকটি শ্রবণ করি এবং নিয়্যত করে নিই যে পীরে কামিল লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতিটি উপদেশ মন প্রাণ দিয়ে আমল করবো اِنْ شَآءَ الله

(১): মাযহাবে আহলে সুন্নাতের উপর অটল থাকুন

    লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মুরিদদের বলেন: মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামআতের উপর অটল থাকো, যতো বদ মাযহাব রয়েছে উদাহরণ স্বরুপ নাইচিরি (কমিউনিষ্ট) কাদিয়ানী ইত্যাতি, এদের কাছ থেকে পৃথক থাকো, এদের সবাইকে নিজের শত্রু মনে করো, তাদের কথাবার্তা শুনিও না, তাদের নিকটে বসিও না, তাদের কোন লিখা দেখিও না কেননা আল্লাহর পানাহ! অন্তরে কুমন্ত্রণা দেয়ার জন্য শয়তানের তেমন কোন সময় লাগে না

    মানুষের যেখানে মাল বা সম্মানহানীর আশংঙ্কা হয়, সেখানে কখনো যাবে না, দ্বীন ঈমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর হেফাযতের জন্য সীমার অধিক চেষ্টা করা ফরয, মাল দুনিয়ার ইজ্জত, দুনিয়ার জীবন, দুনিয়া পর্যন্তই, দ্বীন ঈমানের সাথে সর্বদার ঘর (অর্থাৎ আখিরাতে) কাজে আসে, সুতরাং দ্বীন ঈমানের চিন্তা সবচেয়ে বেশি আবশ্যক