Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

রাস্তা দেখিয়ে দিতেন অর্থাৎ লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুরিদ হওয়ার জন্য তাকিদ দিতেন  

তোমার অংশ বেরেলীতে

    সৈয়দ আইয়ুব আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মহল্লা গিঢ়িতে এক ব্যক্তি বসবাস করতো, লোকেরা তাকে ইঞ্জিনিয়ার সাহেব বলতো, একবার তিনি শহর থেকে বাহিরে কোথাও সফরে গেলেন, সেখানে লোকেরা বলল যে, এখানকার পাহাড়ের উপত্যকায় একজন নেককার বুযুর্গ থাকেন কিন্তু তিনি কাউকে তার নিকট যেতে দেন না, যদি কেউ পাহাড়ের উপর হাঁটতে চেষ্টা করে তো উপর থেকে পাথর পড়তে থাকে, এইভাবে পাহাড়ে চলাচল করার প্রচেষ্টাকারী পুনরায় ফিরে আসে। ইঞ্জিনিয়ার সাহেব যখন এটি শুনলেন তখন দৃঢ় ইচ্ছা পোষণ করলেন যে যদিওবা কিছু হয়ে যাক না কেন, আমি সেই বুযুর্গের সাথে সাক্ষাত করার জন্য যাবো, সুতরাং ইঞ্জিনিয়ার সাহেব পাহাড়ের দিকে রাওনা হলেন, যখনই তিনি পাহাড়ের উপর হাঁটা শুরু করলো তখন সত্যিই পাথর গড়িয়ে আসতে লাগলো, ইঞ্জিনিয়ার সাহেবরও দৃঢ় সংকল্প ছিলো, তিনি ঐ পাথরগুলোর পরওয়া না করে পাহাড়ের উপর হেঁটে চলে গেলো, ইঞ্জিনিয়ার সাহেবরই বর্ণনা: আমি যতই সামনে অগ্রসর হচ্ছিলাম, পাথরের গড়াগড়িও বৃদ্ধি পাচ্ছিলো, এমন হলো যে কিছু পাথর একদম আমার খুব কাছে থেকে বের হয়ে গেলো কিন্তু আমি সাহস হারায়নি এবং পাহাড়ের উপর হাঁটতে রইলাম, সর্বশেষ যখন পাহাড়ের উপত্যকায় পৌঁছলাম তখন দেখলাম একজন নেককার বুযুর্গ গর্দান ঝুকিয়ে বসে রয়েছেন, আমি তার পাশে নিরবে দাঁড়িয়ে গেলাম, অনেকক্ষণ পর তিনি দৃষ্টি উঠিয়ে আমার দিকে তাকালেন, আমি সালাম আরয করলাম, তিনি সালামের উত্তর দিলেন আর সাথে সাথেই বললেন: বাবা! আমার