Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

    سُبْحٰنَ الله হে আশিকানে রাসূল! মনোযোগ দিন! কামিল মুরিদ স্টেশন থেকেই কামিল পীরের সুগন্ধি অনূভব করছেন আর কামিল পীর অনেক দিন ধরে অপেক্ষা করছেন  শাহ লে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বায়আত করিয়েছেন আর সেই সময়ই সিলসিলায়ে কাদেরীয়া, সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়া, সিলসিলায়ে নক্সবন্দীয়া মোটকথা সকল সিলসিলার অনুমতি খেলাফত দান করেছেন, এটার সাথে সাথে যেই বরকত বুযুর্গদের কাছ থেকে চলে আসছিলো, তাও সবকিছু দান করেছেন, একটি ছোট বক্রও দান করেছিলেন যেটাকে অযিফার বক্র বলা হতো

    এখন এখানে মনোযোগ দিন! লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মাত্র কামিল পীরের দরবারে উপস্থিত হয়েছিলেন, মাত্র বায়আত হয়েছে অথচ কামিল পীর তাঁর উপর এমন দয়া করেছেন, প্রথমবারের সাক্ষাতে শাহ লে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এতো দয়া দেখে সমস্ত মুরিদগণ অবাক হয়ে গেলো, ঐসময় শাহ লে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উত্তরসূরী নাতি সৈয়দ আবুল হোসাইন আহমদ নুরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপস্থিত ছিলেন, তিনি দাদাজানের খিদমতে আরয করলেন: হুযুর! আপনার এখানে তো খেলাফত ইযাযত তেমন ব্যাপক নয়, আপনি বছর বছর ধরে সাধনা করান, ধীরে ধীরে ধাপ অতিক্রম করান, এরপর কোথাও গিয়ে কাউকে এর উপযুক্ত হিসেবে পেয়ে থাকেন, অতঃপর শুধুমাত্র বা ২টি সিলসিলার ইযাযত খেলাফত দান করেন অবশেষে ২২ বছরের যুবক (অর্থাৎ লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর উপর প্রথম সাক্ষাতেই এমন দয়া কেনো করলেন?

    আপন নাতির এই প্রশ্ন শুনে আলে রাসূল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো এবং বললেন: হে লোকেরা!