Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

অনুসন্ধান করে, পীর ধরে, সত্যিকার নিসবত (সম্পর্ক) ব্যতীত মারিফাতের মর্যাদা অর্জন করা অনেক কঠিন বরং অসম্ভব, দেখুন! আল্লাহ পাক কুরআনে করীমে মুত্তাকী লোকদের ওসিলা তালাশ করার নির্দেশ দিয়েছেন, ইরশাদ হচ্ছে:

يٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ  وَ ابۡتَغُوۡۤا اِلَیۡہِ الۡوَسِیۡلَۃَ

(পারা: , সূরা মায়িদা, আয়াত: ৩৫)

কানযুল ঈমান থেকে অনুবাদ: হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাধ্যম তালাশ করো

    হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের ব্যাখ্যায় বলেন: এই আয়াতে মুবারকার মধ্যে তাকওয়ার পর ওসিলা তালাশ করার নির্দেশ দিয়ে বলা হয়েছে যে, কোন মুত্তাকী তাকওয়ার যে কোন মর্যাদায় পৌঁছে ওসিলা থেকে অমুখাপেক্ষি হতে পারে না, সুতরাং কোন মুত্তাকী মুসলমান এটা যেন মনে না করে যে আমি তো মুত্তাকী হয়ে গেছি এখন আমার আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার জন্য কোন ওসিলার প্রয়োজন নেই, যেমনটি প্রতিটি মুমিন আমল তাকওয়ার মুখাপেক্ষি ঠিক তেমনই প্রত্যেক মুত্তাকী ওসিলার মুখাপেক্ষি

(তাফসীরে নাঈমী, পারা , সূরা মায়েদা, আয়াত ৩৫, /৩৯৪-৪০২ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

কামিল পীরের চারটি শর্ত

    লা হযরত ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রযা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: বায়আতের জন্য আবশ্যক হলো পীরের মধ্যে যেন চারটি শর্ত বিদ্যমান থাকে যথা (১) সহীহুল আকিদা সুন্নী হওয়া (২) এতোটুকু ইলমের অধিকারী হওয়া যেন নিজের প্রয়োজনীয় মাসআলা কিতাব থেকে বের করতে পারে (৩) فاسِقِ مُعْلِنْ (অর্থাৎ প্রকাশ্যে গুনাহ সম্পাদনকারী) না হওয়া (৪) এর বায়আতের সিলসিলা নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পর্যন্ত মিলিত হওয়া, যেখানে