Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
কাছে কেনো এসেছো? তোমার অংশ তো মাওলানা আহমদ রযা সাহেবের নিকট বেরেলীতে রয়েছে।
ইঞ্জিনিয়ার সাহেব এটা শুনলেন তো দ্রুত সালাম করে ফিরে আসলেন এবং বেরেলীতে আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে পৌঁছে আ’লা হযরতের মুরিদ হয়ে গেলেন। (ফয়যানে আ’লা হযরত, ৩৪২ পৃষ্ঠা)
যে তাঁর নয়, সে আমার নয়
শাহ জি মুহাম্মদ মিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ পিলি ভেতের প্রসিদ্ধ বুযুর্গ, তাঁর সময়ের অলিয়ে কামিল এবং পীরে তরীকত ছিলেন, তিনিও আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে খুবই ভালোবাসতেন। একবার শাহ মীর খাঁন সাহেব মুরিদ হওয়ার জন্য শাহ জি মুহাম্মদ শের মিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতে হাযির হলেন আর আরয করলেন: আমাকে আপনার মুরিদ বানিয়ে নিন! এক্ষেত্রে শাহ জি মীর মিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কয়েক মিনিটের জন্য নিজের চক্ষু বন্ধ করে নিলেন, এরপর বললেন: তোমার জায়গা আমার এখানে নয়, বেরেলী যাও! বড় হুযুর সাহেব আ’লা হযরতের কাছে তোমার অংশ, তাঁর মুরিদ হয়ে যাও!
আরও বলেন: যে তাঁর মুরিদ, সে আমার মুরিদ, যে আমার মুরিদ, সে তাঁর মুরিদ, যে তাঁর নয়, সে আমার নয়।
(তাজাল্লিয়াত ইমাম আহমদ রযা, ৬৭-৬৮ পৃষ্ঠা)
আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কুতুবুল ইরশাদ
প্রিয়
ইসলামী ভাইয়েরা! আ’লা
হযরত ইমামে আহলে সুন্নাত
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ
পীরানে পীর, পীর
দস্তগীর হুযুর গাউসে আযম শায়খ আব্দুল কাদির জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর
নায়িব আর তাঁর একটি উপাধি: কুতুবুল ইরশাদ। কুতুব: বেলায়তের একটি মর্যাদা,
ঐ অলিয়ে কামিল যে তরীকতের সকল মর্যাদার অধিকারী তাকে কুতুব
বলা হয়ে থাকে, কুতুব
তার যুগের সমস্ত আউলিয়াদের