Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
(২): পাঁচ ওয়াক্ত নামাযের প্রতি যত্নশীল হোন!
সায়্যিদি আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: পাঁচ ওয়াক্ত নামাযের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরী, পুরুষদের মসজিদ ও জামআত আবশ্যক (অর্থাৎ নিয়মিত মসজিদে জামআত সহকারে নামায পড়া) ও ওয়াজিব, বেনামাযী মুসলমান মূলত মানুষের আকৃতিতে বাহ্যিকভাবে মানুষ কিন্তু (তার মধ্যে) মানুষের কোন কাজ নেই, বেনামাযী সেই নয় যে কখনো নামায পড়েনি, বরং যে এক ওয়াক্ত নামাযও ইচ্ছাকৃতভাবে (জেনে বুঝে) বর্জন করেছে, সেও বেনামাযী।
(৩): কাযা নামাযসমূহ আদায় করুন!
যতো ওয়াক্ত নামায কাযা হয়েছে, সবগুলো এমনভাবে হিসাব করুন যেন অনুমানের মধ্যে অবশিষ্ট থেকে না যায়, বেশি হয়ে যায় তো সমস্যা নেই, আর ঐসব (কাযা নামায) সামর্থ অনুযায়ী ধীরে ধীরে খুবই দ্রুত আদায় করুন, অনর্থক অলসতা করবেন না কেননা মৃত্যুর সময় কখন জানা নেই।
পীরে কামিল আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ নিজের মুরিদদেরকে উপদেশ দিতে গিয়ে আরও বলেন: যতোগুলো রোযা কাযা হয়েছে, অপর রমযান আসার পূর্বে পূরণ করার নিয়্যত করে নিন কেননা হাদীসে পাকে রয়েছে: যতক্ষণ পর্যন্ত পূর্ববর্তী রমযানের রোযা কাযা করে নেয়া হয়না, আগত (রমযানের রোযা) কবুল হয় না। (মুসনদে আহমদ, খন্ড: ৩/২৬৬, হাদীস: ৮৬২৯)
যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী (আর যাকাত ফরয হওয়ার অন্যান্য শর্তাবলিও পাওয়া যায় তো সে) যাকাত