Book Name:Ala Hazrat Aik Peer e Kamil
& istikhara এর সাথে পরিচিত হোন। এই এপ্লিক্যাশনের সাহায্যে আপনারা * অনলাইন ইস্তেখারা করাতে পারেন * রোগ, বদ নজর, যাদু, ইত্যাদির জন্য বিনামূল্যে তাবিয নিতে পারবেন * অনলাইনে কাটও করাতে পারবেন।
এই এপ্লিক্যাশনে আরও রয়েছে * রোগ * দারিদ্রতা * পেরেশান, দুঃখ এবং বলা-মুসিবত ইত্যাদি থেকে হেফাযতের বিভিন্ন অযীফা, আপনার স্মার্টফোনে এই এপ্লিক্যাশনটি ডাউনলোড করে নিন! স্বয়ং নিজেও উপকৃত হোন এবং অপরকেও এটার প্রতি উৎসাহিত করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের সমাপ্তিতে সুন্নাতের ফযীলত ও কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِیْ فَـقَدْ اَحَبَّنِیْ وَ مَنْ اَحَبَّنِیْ کَانَ مَعِیَ فِی الْجَنَّۃِ যে আমার সুন্নাতকে ভালোবাসল সে (মূলত) আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল সে আমার সাথে জান্নাতে থাকবে। (মিশকাত, ১/ ৫৫, হাদীস: ১৭৫)
সিনা তেরি সুন্নাত কা মদীনা বনে আক্বা! জান্নাত মে পড়োসী তুম আপনা বানানা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! বায়আত হওয়ার ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করছি: * দুনিয়াতে কোন সালেহ (নেককার ব্যক্তি) কে নিজের ইমাম বানানো উচিত শরীয়তে তাকলিদ করে এবং তরীকতে বায়আত করে যাতে হাশর নেককারদের সাথে হয়। (আদাবে মূর্শিদে কামিল, ১৩ পৃষ্ঠা) * ঈমান হেফাযতের একটি মাধ্যম হলো কোন কামিল