Ala Hazrat Aik Peer e Kamil

Book Name:Ala Hazrat Aik Peer e Kamil

সকলকে মসলকে লা হযরতের উপর অটল থাকার তাওফিক দান করুক, লা হযরতের ইশকের উপর, আউলিয়ায়ে কিরামের ভালোবাসা বিশেষ করে ইশকে মুস্তফার উপর স্থায়িত্ব দান করুক

اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

একটি দরজা ধরো! শক্ত করে ধরো!

    সৈয়দ আইয়ুব আলী সাহেব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ: যিনি লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ছাত্র এবং সাধারণত লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খিদমতেও হাযির থাকতেন, লা হযরতের জীবনীর উপর সর্বপ্রথম কাজ করার সৌভাগ্যও সৈয়দ আইয়ুব আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নসীব হয়েছে

    এভাবে (সৈয়দ আইয়ুব আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর বর্ণনা হলো: একদিন আমি ও আমার ভাই সৈয়দ ক্বনাআত আলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে উপস্থিত ছিলাম আর তিনি কোন ইলমী কাজে ব্যস্ত ছিলেন, সকাল ৯টা থেকে ১০টার সময় ছিলো, এক যুবক আসলো আর সালাম করে একদিকে চুপচাপ বসে গেলো। আমরা জিজ্ঞেস করলাম: কোথায় থেকে এসেছো? বলল: আমি মিরাটের বাসিন্দা, আমরা জিজ্ঞাসা করলাম: কেনো কষ্ট করেছেন (অর্থাৎ কোন কাজে এসেছেন?) এই প্রশ্নটি করাতে ঐ যুবক অজান্তে কান্না করতে লাগলো, আমরা বার বার জিজ্ঞেস করার পরও সে কোন উত্তর দিলো না, শেষ পর্যন্ত অনেকবার প্রশ্ন করার পর বলল: আমি হুযুর আলা হযরত (رَحْمَۃُ اللهِ عَلَیْہِ) এর মুরিদ, এই বছর আমার খাজা গরীবে নেওয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ওরসে পাকে হাজিরি দেয়ার সৌভাগ্য হয়েছে, সেখানে এক