Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
ফয়েযই মনে করতে হবে। (আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-৯৮) * মুরিদকে সর্বদা সতর্ক ও আদবপূর্ণ থাকতে হবে যে, সামান্য উদাসিনতা ও অসতর্কতা দ্বীন ও দুনিয়ার এমন কোনো বড় ক্ষতির কারণ হতে পারে, যা হয়তো পূরণ করাও সম্ভব না। (আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-৭০) * হযরত যুননুন মিসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যখন কোনো মুরিদ আদবের প্রতি খেয়াল রাখে না, তখন সে সেখানেই ফিরে আসে, যেখান থেকে শুরু করেছিল। (আর রিসালাতুল কুশায়রিয়া, বাবুল আদব, পৃষ্ঠা-৩১৯)
দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া" মুখস্ত করানো হবে। সেই দোয়াটি হল:
(اَللّٰهُمَّ) رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ(۲۰۱)
কানযুল ঈমানের অনুবাদ: হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতের মঙ্গল দাও এবং আমাদেরকে দোযখের আগুন থেকে বাঁচাও।
(ফয়যানে দোয়া, পৃষ্ঠা-২৪৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম। (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।