Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

    সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান আরশে আযীমের মালিক প্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৫ ডিসেম্বর ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

বাইয়াত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল

    মুরিদ হতে বিলম্ব করা উচিত নয় (আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-২২) * একজন মুরিদের দুইজন শায়খ থাকতে পারে না। (ফতোওয়ায়ে রযবীয়া, ২১/৫৮০) * যার কোনো পীর নেই, শয়তান তার পীর। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৭৫) * যে মুরিদ দুইজন পীরের মধ্যে বিভক্ত, সে সফল হয় না। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/১৩৬) * যে পীর সুন্নী, সহীহ আকীদার আলিম ও ফাসেক নয় এবং যার সিলসিলা শেষ পর্যন্ত সম্পৃক্ত, তাঁর হাতে বাইয়াতের জন্য পিতা-মাতা বা স্বামী কারো অনুমতির প্রয়োজন নেই। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৪) * চিঠির মাধ্যমে বাইয়াত হতে পারে। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৫) * দূত বা চিঠির মাধ্যমে মুরিদ হতে পারে। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৫) * পীরের কাজ ও কথায় আপত্তি করা কঠোরভাবে হারাম এবং দুনিয়া ও আখিরাতের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৮) * মুরিদ যে ফয়েয লাভ করে, তা বাহ্যত যে কোনো বুযুর্গ বা সাহেবে মাযার থেকে পেলেও তা নিজের মুর্শিদে কামিলের