Book Name:Khawaja Gharib Nawaz رَحْمَةُ اللهِ عَلَيْه
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ২৫ ডিসেম্বর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
বাইয়াত হওয়ার অবশিষ্ট মাদানী ফুল
মুরিদ হতে বিলম্ব করা উচিত নয়। (আদাবে মুর্শিদ কামিল, পৃষ্ঠা-২২) * একজন মুরিদের দুইজন শায়খ থাকতে পারে না। (ফতোওয়ায়ে রযবীয়া, ২১/৫৮০) * যার কোনো পীর নেই, শয়তান তার পীর। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৭৫) * যে মুরিদ দুইজন পীরের মধ্যে বিভক্ত, সে সফল হয় না। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/১৩৬) * যে পীর সুন্নী, সহীহ আকীদার আলিম ও ফাসেক নয় এবং যার সিলসিলা শেষ পর্যন্ত সম্পৃক্ত, তাঁর হাতে বাইয়াতের জন্য পিতা-মাতা বা স্বামী কারো অনুমতির প্রয়োজন নেই। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৪) * চিঠির মাধ্যমে বাইয়াত হতে পারে। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৫) * দূত বা চিঠির মাধ্যমে মুরিদ হতে পারে। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৫) * পীরের কাজ ও কথায় আপত্তি করা কঠোরভাবে হারাম এবং দুনিয়া ও আখিরাতের বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। (ফতোওয়ায়ে রযবীয়া, ২৬/৫৮৮) * মুরিদ যে ফয়েয লাভ করে, তা বাহ্যত যে কোনো বুযুর্গ বা সাহেবে মাযার থেকে পেলেও তা নিজের মুর্শিদে কামিলের