Book Name:Ibrat Ke Namonay
(১) হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর শান ও মাহাত্ম্য
প্রথম ঘটনাটি ছিল সেই ভাগ্যবান গোলামের,
যে হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام কে দেখেনি কিন্তু সে তাঁর আশিক ছিল এবং দেখুন!
তার আকীদা কত মজবুত ছিল,
ইয়াকীন কত উঁচু মানের ছিল,
সে হযরত ইবরাহীম
عَلَیْہِ السَّلَام
এর উসিলা দিয়ে দোয়া করতো,
আর তার দোয়া কবুল হতো।
!سُبْحَانَ الله কী শান হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এর...!!
তিনি আল্লাহ পাকের নবী,
রব্বে রহমান তাঁকে নিজের খলীল (অন্তরঙ্গ বন্ধু)
বানিয়েছেন,
তিনি আবুল আম্বিয়া (অর্থাৎ হাজারো নবীদের সম্মানিত পিতা)
এবং আমাদের প্রিয় নবী,
রাসূলে হাশেমী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও তাঁরই বংশধর। কমবেশি এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়ায়ে কেরাম عَلَیْهِمُ
السَّلَام দুনিয়াতে আগমন করেছেন,
তাঁদের মধ্যে সর্বশ্রেষ্ঠ,
সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা উচ্চ মর্যাদার নবী,
আমাদের আক্বা ও মাওলা,
মাক্কী মাদানী মুস্তফা صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
তাঁর পরে নবীদের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদা হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এর। اَلْحَمْدُ
لِلّٰه হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এর উসিলায় দোয়া কবুল হয়। হযরত কা'বুল আহবার رَضِیَ
اللهُ عَنْہُ বলেন:
হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এর মাজার শরীফে হাজির হও!
সেখানে সালাম পেশ করো!
দোয়া চাও!
নিঃসন্দেহে হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এর মাজার শরীফের কাছে দোয়া কবুল হয়। হযরত মুজীরুদ্দীন হাম্বলী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন:
একবার আমার একটি কঠিন সমস্যা দেখা দিলো,
যদি এই সমস্যা সমাধান না হতো,
তবে হয়তো আমি ধ্বংসই হয়ে যেতাম। অতঃপর আমি এই সমস্যার সমাধানের জন্য হযরত ইবরাহীম খলীলুল্লাহ عَلَیْہِ
السَّلَام এর মাজার শরীফে হাজির হলাম,
মাজার শরীফের গিলাফ ধরে দোয়া করলাম, !سُبْحَانَ الله
শুধু দোয়া করতে যা দেরী হলো,
আল্লাহ পাক দয়া করলেন এবং আমার পেরেশানি দূর করে দিলেন।
(আল উনসুল জলীল,খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৯, ১৪০)