Book Name:Ibrat Ke Namonay
মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উসিলা কাজে এলো
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইবরাহীম খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর উসিলার এই শান, তাহলে তাঁর থেকেও শ্রেষ্ঠ নবী, রাসূলে হাশেমী, মুহাম্মদ আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উসিলার কী শান হবে...!! তাঁর উসিলায় দোয়া করা হলে কী কী বরকত নসীব হবে! হাদীস শরীফে আছে: একবার একজন অন্ধ সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ বারগাহে রিসালাতে হাজির হলেন, আরয করলেন: হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আমার চোখ ঠিক হয়ে যায়।
(!سُبْحَانَ الله জানা গেলো যে সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ এর আকীদা ছিল যে, নিঃসন্দেহে দোয়া আল্লাহ পাকই শোনেন, সকলেরই শোনেন, কিন্তু যেমন নিজের মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শোনেন, তেমন আর কারো শোনেন না...!!)
যাই হোক! সাহাবী রাসূল رَضِیَ اللهُ عَنْہُ দোয়ার আবেদন করলেন, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর জন্য দোয়া করেননি, বরং আমাদের গোলামদের উপর করম করে তাঁকে একটি দোয়া শিখিয়ে দিলেন, যাতে কিয়ামত পর্যন্ত তাঁর গোলামরা সেই দোয়া থেকে বরকত লাভ করতে পারে। অতঃপর তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: ভালোভাবে ওযু করো! তারপর ২ রাকাত নামায পড়ো! তারপর এভাবে দোয়া করো!
اَللّٰهُمَّ اِنِّي اَسْاَلُكَ وَاَتَوَجَّهُ اِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ يا مُحَمَّد اِنِّي تَوَجَّهْتُ بِكَ اِلَى رَبِّي حَاجَتِي هَذِهِ لِتُقْضَى لِيَ اَللّٰهُمَّ فَشَفِّعْهُ فِيَّ
হে আল্লাহ পাক! আমি তোমার কাছে প্রার্থনা করছি এবং তোমার মাহবুব, নবীয়ে রহমত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উসিলায় তোমার দিকে মনোনিবেশ করছি।