Book Name:Ibrat Ke Namonay
টুকরো হয়ে যেতো। ৮ দিন পর্যন্ত এই ঝড় অবিরাম চলতে থাকলো এবং কওমে আ'দের নাম-নিশানাও মুছে ফেললো। (সীরাতুল আম্বিয়া, পৃষ্ঠা: ২০৪ থেকে ২২৩)
কওমে সামূদ! স্থাপত্য শিল্পে পারদর্শী ছিল, আল্লাহ পাক তাদের অনেক নেয়ামত দিয়েছিলেন, তাদের শক্তি দিয়েছিলেন, ধন-সম্পদ দিয়েছিলেন কিন্তু তারা নাফরমানি করলো, হযরত সালেহ عَلَیْہِ السَّلَام কে অস্বীকার করলো, কুফরির উপর অটল রইলো, গুনাহের বাজার গরম করলো। অবশেষে তাদের উপরও ক্বহরে ইলাহীর চাবুক বর্ষিত হলো, তাদের উপর প্রচণ্ড ভূমিকম্পের আযাব পাঠানো হলো, যার ফলে তারা চিরতরে ধ্বংসের ঘাটে নেমে গেলো। (সীরাতুল আম্বিয়া, পৃষ্ঠা: ২৩২ থেকে ২৪৭)
নমরূদ! কেমন প্রভাবশালী ও প্রতাপশালী বাদশাহ ছিল! আল্লাহ পাক তাকে তাজ ও সিংহাসন দান করেছিলেন কিন্তু সে নাফরমানি করলো, হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলো। অবশেষে তার উপর আযাব এলো, আল্লাহ পাক সেই বদ-নসীবকে এবং তার সৈন্যদলকে মশার মাধ্যমে ধ্বংসের ঘাটে নামিয়ে দিলেন।
(সীরাতুল আম্বিয়া, পৃষ্ঠা: ২৯৯)
ফেরাউন! কেমন শক্তিশালী ছিল, সে নাফরমানি করলো, তার বাদশাহী তার কোনো কাজে আসলো না, শক্তি, ক্ষমতা, তাজ ও সিংহাসন, সৈন্যদল সবকিছু যেমন ছিল তেমনই পড়ে রইলো এবং ফেরাউন তার কাফের জাতিসহ নদীতে ডুবে মরলো। (সীরাতুল আম্বিয়া, পৃষ্ঠা: ৫৯৬)
হযরত সিকান্দার যুলকারনাইন رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যার উল্লেখ কুরআনুল কারীমেও এসেছে, তিনিও খুব বড় বাদশাহ ছিলেন, তিনি পূর্ব ও পশ্চিম ভ্রমণ করেছিলেন। বর্ণনায় আছে: একবার তিনি এমন এক শহরে পৌছলেন, যেখানে মানুষের কাছে দুনিয়াবী কোনো সম্পদই