Book Name:Ibrat Ke Namonay
!اَللهُ !اَللهُ এই হলো শিক্ষার বিষয়...!! শাদ্দাদের কাছে কত শক্তি ছিল, কত ধন-সম্পদ ছিল, কুরআনুল কারীম বলছে যে, যেমন শহর সে বানিয়েছিল, তেমন শহর দুনিয়াতে আর কখনো বানানো হয়নি, এত ধন-সম্পদ...!! এত শক্তি ও ক্ষমতা, কিন্তু পরিণাম...!! কত ভয়াবহ হলো।
প্রিয় ইসলামী ভাইয়েরা! দুনিয়ার দ্বিতীয় নাম দারুল গুরুর (ধোঁকার ঘর)। এটি একটি ধোঁকার স্থান, আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ مَا الْحَیٰوۃُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ (۱۸۵)
(পারা ৪, আলে ইমরান, আয়াত ১৮৫) কানযুল ঈমানের অনুবাদ: এবং পার্থিব জীবন তো এ ধোকারই সম্পদ।
* আমরা মনে করি আমরা শক্তিশালী,
* আমরা মনে করি আমরা যুবক,
* আমরা মনে করি আমাদের কাছে টাকা আছে, সম্পদ আছে, ধন-দৌলত আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বড় পদ আছে,
* কাউকে দীর্ঘ আশা ডুবিয়ে দেয়,
* কেউ নিজের চতুরতা ও চালাকির উপর গর্ব করে,
* কারো ভালো কণ্ঠের অহংকার থাকে,
* কেউ নিজের বুদ্ধির অহংকারে মত্ত থাকে।
অর্থাৎ আমরা জানি না কোন অহংকারে ডুবে থাকি। কিন্তু আফসোস! এই দুনিয়া ধোঁকা, সময় পার হয়ে যায়, কোনো খবরই থাকে না। অবশেষে হযরত আজরাঈল عَلَیْہِ السَّلَام তাশরীফ আনেন, শেষ নিঃশ্বাস আসে, শ্বাস আটকে যায় আর সবকিছু যেমন ছিল