Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উপদেশ

হযরত রবীবিন সবিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমরা হযরত হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কাছে আরয করলাম: আমাদের উপদেশ দিন তখন তিনি বললেন: তোমাদের মধ্যে যে সুস্থ (Healthy), তাকে অসুস্থতা গ্রাস করবে, যা তাকে বিপদগ্রস্ত (Distressed) করে দেবে যে যুবক, তাকে বার্ধক্য গ্রাস করবে, যা তাকে (ধ্বংস) করে দেবে আর বৃদ্ধের মৃত্যু আসবে, যা তাকে (ধ্বংস) করে দেবে

*    পরিণাম কি তেমনই নয়, যেমন তোমরা শুনছো?

*    কাল কি রূহ শরীর থেকে আলাদা হবে না?

*    বান্দা কি তার পরিবার সম্পদ (Family & Wealth) থেকে দূরে যাবে না?

*    কাল কি কাফনে জড়ানো হবে না?

*    কাল কি কবরে থাকবে না?

*    যাদের জন্য বান্দা চেষ্টা করতে থাকে এবং চিন্তিতহতো, সেই অন্তরগুলো থেকে কি তার স্মৃতি মুছে যাবে না? হে মানুষ! যখন তোমার মৃত্যু আসবে, তখন তুমি না কোনো আগন্তুককে স্বাগত জানাতে পারবে, না কারো সাথে সাক্ষাত (Meeting) করতে যেতে পারবে, না কারো সাথে কথা বলতে পারবে তোমাকে ডাকা হবে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না নিশ্চয় তোমার জন্য শহর (Deserted) বা জনশূন্য হয়ে যাবে, তোমার চোখ খোলা থেকে যাবে, রূহ (উড়ে) যাবে, তোমার সন্তান (Children) (অন্যদের) (দয়া করুণা) এর উপর থেকে যাবে (হিলইয়াতুল আউলিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১, ক্রম: ৮৮১২)