Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)

لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم

    সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেইআল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান আরশে আযীমের মালিক প্রতিপালক

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৩১ জুলাই ২০২৫ইং

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট মোট সময়কাল- ১৫ মিনিট

 

জুতা পরার বাকি সুন্নত ও আদবসমূহ

*    পুরুষ পুরুষালী এবং নারী নারীসুলভ জুতা ব্যবহার করবে কেউ হযরত আয়েশা رَضِیَ اللهُ عَنْہَا কে বললো যে, এক নারী (পুরুষদের মতো) জুতা পরে তিনি বললেন: রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পুরুষালী নারীদের উপর লানত করেছেন (আবু দাউদ, /৮৪, হাদীস ৪০৯৯)

*    যখন বসবেন, তখন জুতা খুলে ফেলুন, এতে পা আরাম পায়

*    (অভাবের একটি কারণ এটাও যে,) উল্টো জুতা দেখা এবং তা সোজা না করা "দৌলতে বে-যাওয়াল"- লেখা আছে যে, যদি সারারাত জুতা উল্টো পড়ে থাকে, তবে শয়তান তার উপর এসে বসে, সেটা তার (সিংহাসন) হয়ে যায় (সুন্নী বেহেশতী যেওর, অংশ , পৃ. ৬০১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

শৌচগার থেকে বের হওয়ার পরের দোয়া

দাওয়াতে ইসলামীর সপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমার সময়সূচী অনুযায়ী "শৌচগার থেকে বের হওয়ার পরের দোয়া" মুখস্থ করানো হবে সেই দোয়াটি হলো:

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِی اَذْھَبَ عَنِّی الْاَذٰی وَعَافَانِی