Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم: () জুতা (বেশি) ব্যবহার করো, কারণ মানুষ যতক্ষণ জুতা পরে থাকে, সে যেন সওয়ার (আরোহী) অবস্থায় থাকে (অর্থাৎ কম ক্লান্ত হয়) (মুসলিম, পৃ. ১১৩১, হাদীস: ২০৯৬) () জুতা পরার আগে ঝেড়ে নিন, যাতে পোকা-মাকড় ইত্যাদি থাকলে বেরিয়ে যায় () প্রথমে ডান জুতা পরুন, তারপর বামটি () খোলার সময় প্রথমে বাম জুতা খুলুন, তারপর ডান ফরমান মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم: যখন তোমাদের কেউ জুতা পরে, তখন তার ডান দিক থেকে শুরু করা উচিত, আর যখন খোলে, তখন বাম দিক থেকে শুরু করা উচিত, যাতে ডান পা পরার সময় প্রথম এবং খোলার সময় শেষে থাকে

(বুখারী, /৬৫ , হাদীস: ৫৮৫৫)

ঘোষণা

জুতা পরার বাকি সুন্নত আদবগুলো তারবিয়্যাতী হালকাগুলোতে বর্ণনা করা হবে, তাই সেগুলো জানার জন্য তারবিয়্যাতী হালকাগুলোতে অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!           صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ