Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও খুব উৎসাহের সাথে অংশ নিন! اِنْ شآءَ الله জীবন বদলে যাবে ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমলের পুস্তিকা পূরণ করা শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দেওয়া "৭২ নেক আমল" এর মধ্যে একটি নেক আমল নং ১৮ হলো, আপনি কি আজ মাদরাসাতুল মদিনা (প্রাপ্তবয়স্কদের) তে পড়েছেন বা পড়িয়েছেন? মাদরাসাতুল মদিনা (প্রাপ্তবয়স্কদের) তে সহীহ তাজবীদ ক্বিরাতের সাথে কুরআন শরীফ পড়া শেখানো হয় হাদীস শরীফে আছে: তোমাদের মধ্যে সে- উত্তম যে কুরআন শেখে এবং শেখায় (ওয়াছায়েল--বখশিশ, পৃষ্ঠা: ৯৮) কুরআন মাজীদ আল্লাহ পাকের কিতাব, বান্দাদের নামে রব্বে করীমের পয়গাম কিন্তু আফসোস! আজ মুসলমানরা কুরআনুল করীম থেকে অনেক দূরে সরে যাচ্ছে অনেক লোক দেখেও সহীহভাবে কুরআন শরীফ পড়তে পারে না, যারা পড়ে তারাও তাজবীদ মাখরাজের এমন ভুল করে, যার কারণে নামাযই হয় না

اَلْحَمْدُ لِلّٰه আশিকানে রাসূলের দ্বীনি সংঘঠন দাওয়াতে ইসলামী বিভিন্ন মসজিদ মার্কেটে দৈনিক ভিত্তিতে মাদরাসাতুল মদিনা (বালেগান) এর ক্লাস লাগিয়ে কুরআনের ফয়যান (ব্যাপক) করতে ব্যস্ত যেখানে সহীহ তাজবীদ ক্বিরাতের সাথে কুরআন পড়া শেখানো হয়, ফরয ইলমও জানানো হয়, সুন্নত আদবও শেখানো হয় এবং তরজমা তাফসীর শোনারও সুযোগ পাওয়া যায় আপনারাও এতে (অংশগ্রহণ) করবেন! اِنْ شآءَ الله অনেক বরকত পাবেন

জুতা পরার সুন্নত ও আদবসমূহ

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "১০১ মাদানী ফুল" থেকে জুতা পরার সুন্নতগুলো শুনি। ফরমান