Book Name:Ibrat Ke Namonay
হযরত হাতেম আসম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এরই বাণী: যার ঘর থেকে জানাযা বের হয় এবং সে তা থেকে শিক্ষা গ্রহণ করে না, এমন ব্যক্তির ইলম (Knowledge), হিকমত ও উপদেশের কোনো লাভ হয় না।
(তানবীহুল মুগতাররীন, পৃষ্ঠা: ৫৭)
জাহান্নামের গরম কীভাবে সহ্য করবো?
আল্লাহ পাকের নবী হযরত দাউদ عَلَیْہِ السَّلَام অত্যন্ত খোদাভীরু ছিলেন। একদিন তিনি একটি তন্দুরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাতে আগুন জ্বলছিল, এটা দেখে তাঁর জাহান্নামের আগুনের কথা মনে পড়লো। তাঁর অন্তর কেঁপে উঠলো (Restlessness) বা অস্থিরতায় যমীনে পড়ে গেলেন এবং এত ছটফট করলেন যে, প্রায় তাঁর অস্থিসন্ধি) (Dislocate) বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো। গরমের দিনে হযরত দাউদ عَلَیْہِ السَّلَام রোদে এসে বলতেন: হে আল্লাহ পাক! আমরা তোমার বানানো সূর্যের গরম সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের গরম কীভাবে (Tolerate) বা সহ্য করবো? (তানবীহুল মুগতাররীন, পৃষ্ঠা: ৫৭)
হযরত সায়িব আবদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন হযরত সালেহ মুররী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আমাদের কাছে তাশরীফ আনলেন, আমি জিজ্ঞাসা করলাম: হে আবুবশর ! আপনি কোথা থেকে তাশরীফ আনলেন? তিনি বললেন: আমি আমার ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরে তোমার কাছে এসেছি। আমি যখন অমুকের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সেই ঘর আমাকে (যবানে হাল বা অবস্থার ভাষায়) ডেকে বললো: হে সালেহ! আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো! আমার মধ্যে অমুক অমুক লোক থাকতো, এখন তারা ইন্তিকাল করেছে। তারপর যখন অমুকের ঘরের কাছে পৌঁছালাম, তখন সেই ঘরও আমাকে (যবানে হাল বা অবস্থার ভাষায়) ডেকে বললো: হে সালেহ! আমার কাছ থেকে