Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

উপদেশ গ্রহণ করো! আমার মধ্যে অমুক অমুক লোক থাকতো, এখন তারা সবাই মাটিতে (Buried) বা দাফন হয়ে গেছে

হযরত আবু সায়িব আবদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এভাবেই তিনি
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এক এক করে ঘর গণনা করতে থাকলেন, এমনকি আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন (হিলইয়াতুল আউলিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮২, ক্রম: ৮২২২)

প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! এই আমাদের বুজুর্গানে দ্বীন, আল্লাহ পাকের নেক বান্দারা কী কী উপায়ে শিক্ষা গ্রহণ করতেন আহ! এক আমরা আছি, (নির্জন) ঘর, চুলার মধ্যে জ্বলন্ত আগুন, সূর্যের (Sunshine রোদ, (শীত), (গরম) ইত্যাদি থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, আমাদের চোখের সামনে জানাযা ওঠে, আমরা শিক্ষা নিই না নিজের হাতে মুর্দা কবরে নামাই, তখনো শিক্ষা নিই না অমুকের ছেলে অমুক বেশ ভালোই ছিল, হঠাৎ হার্ট অ্যাটাক (Heart Attack) হলো আর মৃত্যুর ঘাটে নেমে গেলো, অমুক যুবক রোড অ্যাকসিডেন্টে ইন্তিকাল করলো, এরকম অসংখ্য খবর আমরা শুনতে থাকি, তবুও আমরা আমাদের মৃত্যুকে স্মরণ করি না, শিক্ষা নিই না হায়! যদি আমরা শিক্ষা গ্রহণকারী এবং কবর আখিরাতকে স্মরণকারী হয়ে যাই

প্রিয় ইসলামী ভাইয়েরা! এই দুনিয়া শিক্ষণীয় স্থান, এখানে জায়গায় জায়গায় শিক্ষার চিহ্ন (বিদ্যমান) আছে বলা হয়: যে শিক্ষা গ্রহণ করে না, তাকে শিক্ষার চিহ্ন বানিয়ে দেওয়া হয় তাই আমাদের উচিত এখানে মন না লাগানো, শিক্ষা নেওয়া, উপদেশ গ্রহণ করা এবং আখিরাতের প্রস্তুতি শুরু করা