Book Name:Ibrat Ke Namonay
অবস্থাতেই আছে। হযরত খিজির عَلَیْہِ السَّلَام বলেন: আমি সেখান থেকে চলে গেলাম, ৫০০ বছর পর আবার আমার সেখান দিয়ে যাওয়া হলো। এখন সেখানে একটি বড় নদী ছিল, লোকেরা তাতে মাছ ধরছিল। আমি এক জেলেকে জিজ্ঞাসা করলাম: এখানে একটি শহর ছিল, সেটা কোথায় গেলো? সে অবাক হয়ে বললো: !سُبْحَانَ الله এখানে কি কখনো শহরও ছিল, আমি, আমার পূর্বপুরুষরা কখনো এই শহরের কথা শুনিনি। তিনি বলেন: তারপর আমি আরও ৫০০ বছর পর সেখান দিয়ে গেলাম, এখন সেখানে আবার একটি শহর ছিল। (নাওয়াদেরুল ক্কালয়ূবী, , পৃষ্ঠা: ১০৬)
!اَللهُ !اَللهُ এই হলো দুনিয়া...!! আমরা মনে করি যে শতাব্দী ধরে এখানে সবকিছু এমনই আছে এবং শতাব্দী পরেও এমনই থাকবে। কিন্তু বাস্তবতা এটা নয়, এটা একটা ধোঁকা, এই দুনিয়া আজ আমাদের, কাল আমরা কবরে থাকবো আর এই দুনিয়া অন্য কারো হয়ে যাবে। দারুল ক্বারার (অর্থাৎ চিরস্থায়ী স্থান) একটাই, আর সেটা হলো আখিরাত। তাই সফল সে, যে এই দুনিয়াকে লোভ ও লালসার দৃষ্টিতে নয়, বরং শিক্ষার দৃষ্টিতে দেখে।
হযরত সুফিয়ান সাওরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে দুনিয়াকে শিক্ষার দৃষ্টিতে দেখে এবং চিন্তা-ভাবনা করে, সে বেশি নেকী করতে সফল (Successful) হয়। (তানবীহুল মুগতাররীন, পৃষ্ঠা: ৫৭)
হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যে এই দুনিয়াকে শিক্ষার দৃষ্টিতে দেখে না, আখিরাতের চিন্তা করে না, তার নেকী কম এবং অন্তরের উপর পর্দা পড়ে থাকে। (তানবীহুল মুগতাররীন, পৃষ্ঠা: ৫৭)