Book Name:Ibrat Ke Namonay
আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন: যে ব্যক্তি কিতাবে আমার উপর দরূদ শরীফ লিখেছে, যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে লেখা থাকবে, ফিরিশতারা তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
তাবেয়ী বুযুর্গ হযরত ওহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একবার আল্লাহ পাকের নবী হযরত ইবরাহীম খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام কে হুকুম দেওয়া হলো: হে ইবরাহীম! সফরের সামান বেঁধে নিন, যমীনে বেরিয়ে পড়ুন এবং আমার কুদরতের (আশ্চর্যজনক জিনিস) দেখুন! হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام হুকুম পালন করলেন, সামান বাঁধলেন এবং সফরে রওয়ানা হলেন।