Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

লাশকে ঢেকে ফেললো, যখন সেই নূর সরে গেলো, তখন জানা গেলো না যে তার লাশকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে নাকি যমীনে দাফন করা হয়েছে

 এরপর হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام সামনে রওয়ানা হলেন, চলতে চলতে তিনি একটি পাহাড়ে পৌঁছালেন, সেখানে একটি ঘর ছিল, যার দুটি দরজা ছিল তিনি عَلَیْہِ السَّلَام ভেতরে প্রবেশ করলেন, ভেতরে একটি সিংহাসন ছিল, তার উপরে কারো লাশ রাখা ছিল তার উপরে ৭০ টি (সুন্দর কাপড়) দেওয়া ছিল মাথার কাছে একটি ফলক রাখা ছিল, হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام সেই ফলকটি পড়লেন, তাতে লেখা ছিল: আমি শাদ্দাদ বিন আদ, আমি এক হাজার বছর বেঁচে ছিলাম, আমি এক হাজার সৈন্যদলকে পরাজিত করেছি, আমিই ইরাম শহর বানিয়েছি কিন্তু আফসোস! যখন আমার মৃত্যুর সময় এলো, তখন আমার সব (পরিকল্পনা) ব্যর্থ হয়ে গেলো, আমি সারা দুনিয়া থেকে (ডাক্তারদের) আমার প্রাসাদে জমা করেছিলাম কিন্তু তাদের কেউই মৃত্যুকে ফেরাতে পারলো না সুতরাং যে আমাকে দেখেছে, সে যেন দুনিয়ার ধোঁকায় না পড়ে হে লোক সকল! নিজের উপর দুনিয়ার দরজা সংকীর্ণ রাখো! তোমরা তত বড় বাদশাহীর মালিক নও, যতটার মালিক আমি ছিলাম, তোমরা তত দিন বেঁচে থাকবে না, যত দিন আমি বেঁচে ছিলাম, তোমরা তত জমা করতে পারবে না, যত আমি জমা করেছি হ্যাঁ! হ্যাঁ! শুনে নাও...! দুনিয়া ধোঁকাবাজ, হত্যাকারী, নিজের প্রার্থনাকারীর সাথে খেলা করতে থাকে এই (আশ্চর্য) দেখে হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام ফিরে আসলেন (নাওয়াদেরুল ক্কালয়ূবী, পৃষ্ঠা: ৯৭-৯৮)

প্রিয় ইসলামী ভাইয়েরা! আমরা ২টি আশ্চর্যজনক ঘটনা শুনলাম, এই দুটি ঘটনা থেকে আমরা ২টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই