Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

চলতে চলতে তিনি সমুদ্রের তীরে পৌঁছালেন, সেখানে তিনি একজন গোলামকে দেখতে পেলেন, যে বকরী নিয়ে যাচ্ছিল। হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام তাকে জিজ্ঞাসা করলেন: হে গোলাম! তোমার কাছে পানি বা দুধ আছে? সে আরয করলো: জ্বী হ্যাঁ। আপনি যা পছন্দ করেন, তাই পেশ করবো। তিনি বললেন: আমাকে পানি পান করাও! তখন সেই গোলাম হাতে লাঠি নিলো, কাছের একটি পাথরের কাছে গেলো, সেখানে থেমে কিছু বললো, তারপর নিজের লাঠিটি সেই পাথরে মারলো, আর সাথে সাথেই সেই পাথর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো। সে ঝর্ণা থেকে পানি ভরে এনে হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর খেদমতে পেশ করলো। তিনি পানি পান করলেন, তারপর অবাক হয়ে সেই গোলামের দিকে তাকাতে লাগলেন। গোলাম আরয করলো: আপনি কি পাথর থেকে ঝর্ণা বের হতে দেখে অবাক হচ্ছেন? তিনি বললেন: অবাক হবো না কেন (অর্থাৎ, বিষয়টি আশ্চর্যজনক, তাই অবাক তো হতেই হবে)? গোলাম আরয করলো: আমি আপনাকে এর রহস্য বলছি। আমি খবর পেয়েছি যে, আল্লাহ পাকের একজন নবী আছেন, আল্লাহ পাক তাঁকে নিজের খলীল (বন্ধু) বানিয়েছেন। আমি সেই খলীলুল্লাহ عَلَیْہِ السَّلَام এর উসিলায় যা কিছু চাই, আল্লাহ পাক আমাকে তা দান করেন। এখনও আমি তাঁরই উসিলা দিয়ে পাথরে লাঠি মেরেছি, আর তা থেকে ঝর্ণা বের হয়ে পড়েছে। এই কথা শুনে হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام বললেন: হে গোলাম! আমিই সে, যাকে আল্লাহ পাক খলীল বানিয়েছেন। اَللهُ اَكْبَرُ এই কথা শুনে তো সেই গোলামের খুশির কোনো সীমা রইলো না, সে মনে মনে নিজের ভাগ্যের উপর গর্ব করছিলো, তাই সে আনন্দ ও বিস্ময়ের মিশ্রিত অনুভূতিতে জিজ্ঞাসা করলো: সত্যিই কি আপনিই খলীলুল্লাহ? তিনি বললেন: হ্যাঁ! আমিই খলীলুল্লাহ। শুধু এতটুকু শোনাই ছিল যে, সেই গোলাম বেহুঁশ হয়ে পড়ে গেলো এবং তৎক্ষণাৎ তার ইন্তিকাল হয়ে গেলো। বর্ণনায় আছে: সেই সময় আসমান থেকে একটি নূর (আলো) অবতরণ করলো, সেই নূর সেই ভাগ্যবান গোলামের