Book Name:Ibrat Ke Namonay
হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একবার মৃত্যু সম্পর্কে চিন্তা-ভাবনা এবং শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কবরস্থানে (Cemetery) তাশরীফ নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে এই কবিতাগুলো পড়লেন: اَتَیْتُ الْقُبُوْرَ فَنَادَیْتُھَا - فَاَیْنَ الْمُعَظَّمُ وَ الْمُحْتَقَر - وَ اَیْنَ الْمُدِلُّ بِسُلْطَانِہٖ - وَ اَیْنَ الْعَزِیْزُ اِذَا مَا افْتَخَر অনুবাদ: আমি কবরের কাছে এসে তাদের ডেকে বললাম: কোথায় সেই লোকেরা, দুনিয়াতে যাদের সম্মান করা হতো, আর কোথায় সেই লোকেরা, যাদের দুনিয়াতে (Substandard) বা তুচ্ছ মনে করা হতো? আর কোথায় সেই বাদশাহ, যাদের নিজেদের ক্ষমতার উপর খুব ভরসা ছিল? কোথায় সেই সম্মানিত, যারা গর্ব করতো?
হযরত মালিক বিন দীনার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একটি কবর থেকে আওয়াজ আসলো: তারা সবাই (ধ্বংস) হয়ে গেছে এবং ধ্বংষ হয়ে শিক্ষার চিহ্ন হয়ে গেছে। এখন তাদের (খবর) দেওয়ার মতোও কেউ রইলো না এবং তারা আল্লাহ পাকের দরবারে (হাজির) হয়ে গেছে। হে গত হওয়া লোকদের সম্পর্কে প্রশ্নকারী! তোমার কাছে কি এই গত হওয়া লোকদের শিক্ষণীয় অবস্থা ও ঘটনা পৌঁছায়নি? (আর-রওদুল ফা'ইক, পৃষ্ঠা: ২৫)
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তা করুন! আমাদের আসলাফ, বুজুর্গানে দ্বীন, আল্লাহ পাকের নেক বান্দারা কীভাবে শিক্ষা গ্রহণ করতেন। এই হযরতগণ কবরস্থানে যেতেন, নিজেদের মৃত্যুকে স্মরণ করতেন এবং তা থেকে (Lesson) শিক্ষা নিতেন। হায়! যদি আমরাও শিক্ষা গ্রহণকারী হতাম, কবরস্থানে যেতাম, কবরে যা ঘটবে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করতাম এবং নিজেদের মৃত্যুকে স্মরণ করতাম।
প্রিয় ইসলামী ভাইয়েরা! মৃত্যুর কথা অন্তরে বসানোর, কবর ও আখিরাতের প্রস্তুতি নেওয়ার এবং নেক নামাযী হওয়ার সৌভাগ্য লাভের জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংঘঠন