Book Name:Ibrat Ke Namonay
তেমনই পড়ে থাকে। কোথায় গেলো সম্পদ, কোথায় গেলো যৌবন, কোথায় গেলো শক্তি আর কোথায় গেলো সেই পদ...!!
পূর্ববর্তী জাতিদের শিক্ষণীয় পরিণাম
আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন:
اَلَمْ یَرَوْا کَمْ اَھْلَکْنَا مِنْ قَبْلِہِمْ مِّنْ قَرْنٍ مَّکَّنّٰہُمْ فِی الْاَرْضِ مَا لَمْ نُمَکِّنْ لَّکُمْ وَ اَرْسَلْنَا السَّمَآءَ عَلَیْہِمْ مِّدْرَارًا ۪ وَّ جَعَلْنَا الْاَنْہٰرَ تَجْرِیْ مِنْ تَحْتِہِمْ فَاَھْلَکْنٰہُمْ بِذُنُوْبِہِمْ وَ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِھِمْ قَرْنًا اٰخَرِیْنَ
(পারা ৭, আনআম, আয়াত ৬) কানযুল ঈমানের অনুবাদ: তারা কি দেখেনি যে, আমি তাদের পূর্বে কতো মানব গোষ্টিকে বিনাশ করেছি ? তাদেরকে আমি দুনিয়ায় ঐ প্রতিষ্ঠা দান করেছি যা তোমাদেরকে দান করিনি এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষন করেছি আর তাদের নিম্নদেশে নদী সমূহ প্রবাহিত করেছি, অতঃপর তাদেরকে তাদের পাপরাশির কারণে ধ্বংষ করেছি এবং তাদের পরে অন্য নতুন মানবগোষ্টি সৃষ্টি করেছি।
কওমে আ'দ! খুবই শক্তিশালী জাতি ছিল, তাদের লম্বা লম্বা গড়ন ছিল, বড় বড় শরীর ছিল, তারা পাহাড় খোদাই করে নিজেদের প্রাসাদ বানাতো, আল্লাহ পাক তাদের ধন-সম্পদ দিয়েছিলেন, নেয়ামত দান করেছিলেন কিন্তু তারা নাফরমানি করলো, আল্লাহ পাকের নবী হযরত হুদ عَلَیْہِ السَّلَام কে অস্বীকার করলো, কুফরির উপর অটল রইলো, গুনাহের উপর (অটল) রইলো, জেদী হলো। অবশেষে তাদের উপর রব্বে ক্বাহার এর কহর বর্ষিত হলো, আল্লাহ পাক তাদের উপর ঝড়ের আযাব পাঠালেন, এটি ছিল খুবই ঠান্ডা, শুষ্ক, কল্যান ও বরকত শূন্য এবং প্রচণ্ড শব্দযুক্ত ঝড়। এর তীব্রতা এমন ছিল যে, মানুষকে যমীন থেকে এমনভাবে উপড়ে ফেলতো যেন তারা খেজুরের শুকনো কাণ্ড। তারপর তাদের মাথা উপুড় করে যমীনে এমনভাবে আছাড় মারতো যে, তাদের মাথা টুকরো