Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

হে আশিকানে রাসূল! এটা শিক্ষার বিষয়, একটু চিন্তা করুন, এই যমীন যেখানে আজ আমাদের ঘর, আজ থেকে কয়েক শতাব্দী আগের কথা ভাবুন! তখন এখানে কে থাকতো? হয়তো আমরা জানি না সে দেখতে কেমন ছিল? কী খেতো, কী পান করতো? তার কাছে কত টাকা ছিল? কত শক্তি ছিল? হয়তো আমরা জানি না এখন সে কোথায়? হয়তো তার কবরের চিহ্নও আর (বিদ্যমান) নেই, এই হলো দুনিয়া...!! এবার একটু ১০০, ২০০ বছর পরের কথা ভাবুন! এখন আমরা যে ঘরে থাকি, ২০০ বছর পর এখানে কে থাকবে? আমরা জানি না সে দেখতে কেমন হবে? তার জীবনধারা কেমন হবে? আমরা জানি না তখন আমরা কোথায় থাকবো? সেখানেই যেখানে আমাদের পূর্ববর্তীরা পৌঁছেছে, হয়তো তখন আমাদের কবরের চিহ্নও মুছে যাবে যেমন আজ আমরা এই দুনিয়াকেই সবকিছু মনে করে বসে আছি, হয়তো আমাদের থেকে পূর্ববর্তীরাও এটাই মনে করতো এবং সম্ভবত আমাদের পরবর্তীরাও এটাই মনে করবে কিন্তু (বাস্তবতা) হলো, এই দুনিয়া না আমাদের পূর্ববর্তীদের আপন হয়েছিল, না আমাদের পরবর্তীদের হবে আর না আমাদের সাথে বিশ্বস্ত থাকবে এই দুনিয়া পূর্ববর্তীদের জন্যও একটি ধোঁকা ছিল, আমাদের জন্যও একটি ধোঁকা

হযরত খিজির عَلَیْہِ السَّلَام ও একটি অদ্ভুত বিষয়

কবার হযরত খিজির عَلَیْہِ السَّلَام কে প্রশ্ন করা হলো: আপনি আপনার জীবনে কী (আশ্চর্য) জিনিস দেখেছেন? তিনি বললেন: আমি একবার একটি জায়গা দিয়ে যাচ্ছিলাম, খুবই ভয়ানক, নির্জন জায়গা ছিল। তারপর ৫০০ বছর পর আবার সেখান দিয়ে গেলাম, এখন সেখানে একটি খুবই সুন্দর, সবুজ-শ্যামল শহর গড়ে উঠেছে। আমি সেখানে কাউকে জিজ্ঞাসা করলাম: এই শহর কবে থেকে তৈরি হয়েছে? সে খুব অবাক হয়ে বললো: !سُبْحَانَ الله আমরা এবং আমাদের পূর্বপুরুষরা শতাব্দী ধরে এখানেই বাস করছি, এটা এই