Ibrat Ke Namonay

Book Name:Ibrat Ke Namonay

হে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি আপনার উসিলায় আমার রবের সমীপে মনোনিবেশ করছি যাতে আমার এই প্রয়োজন পূরণ হয়ে যায় হে আল্লাহ পাক! আমার পক্ষে তাঁর এর সুপারিশ কবুল করুন

সাহাবায়ে কেরাম رَضِیَ اللهُ عَنْہُمْ বলেন: সেই সাহাবী সেখান থেকে উঠলেন, ওযু করলেন, রাকাত নামায আদায় করলেন, তারপর প্রিয় আক্বা, মাহবুব খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শেখানো দোয়াটি পড়লেন, আমরা সেখানেই বসেছিলাম, তিনি ফিরেও এলেন কিন্তু বাহ! !سُبْحَانَ الله যখন গিয়েছিলেন তখন অন্ধ ছিলেন, আর যখন ফিরে এলেন তখন کَاَنُّہٗ لَمْ یَکُنْ بِہٖ ضَرّ ٌ قَطّ অর্থাৎ এমন ছিলেন যেন তার কখনো কোনো কষ্টই ছিল না

(মুসতাদরাক, খন্ড: , পৃষ্ঠা: ২১২, ২১৩, হাদীস: ১৯৭৩)

!سُبْحَانَ الله এই হলো উসিলার বরকত...!! এই মুবারক নামায, যা রসূলে আকরম নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই সাহাবী رَضِیَ اللهُ عَنْہُ কে শিখিয়েছিলেন, একে সালাতুল হাজাত বলে এটি মুজার্‌রব (অর্থাৎ অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত) আমল যতই কঠিন সমস্যা হোক, পেরেশানি হোক, বিপদ হোক, কোনো জায়েয ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না, পরীক্ষায় সফলতা চাওয়া হোক, ঋণ পরিশোধ করতে চাওয়া হোক, আরোগ্য চাওয়া হোক, নামাযে মন লাগানো হোক, গুনাহ ছেড়ে নেককার বান্দা হতে চাওয়া হোক, মোটকথা দ্বীনী দুনিয়াবী যেকোনো প্রয়োজন হোক, এই পদ্ধতিতে তাজা ওযু করুন, রাকাত নামায আদায় করুন, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উসিলায়, তাঁর শেখানো পদ্ধতিতে দোয়া করুন, اِنْ شآءَ الله সকল হাজত পূরণ হয়ে যাবে